ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্লক মার্কেটে ৪২ কোটি টাকার লেনদেন

প্রকাশিত: ০০:৪৮, ২৪ ডিসেম্বর ২০১৫

ব্লক মার্কেটে ৪২ কোটি টাকার লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩ কোম্পানির ২৯ লাখ ৫৯ হাজার ৬ শত শেয়ার মোট ৬ বার লেনদেন হয়েছে। যার বাজার দর ৪২ কোটি ৭১ লাখ ৬ হাজার টাকা। ডিএসই সূত্রে এই তথ্য পাওয়া যায়। ব্লক মার্কেটে লেনদেন হওয়া কোম্পানিগুলো হলো : বার্জার পেইন্টস, বেক্সিমকো ফার্মা এবং স্কয়ার ফার্মা। বৃহস্পতিবার ব্লক মার্কেটে বার্জার পেইন্টসের ৯ হাজার ৬ শত শেয়ার ২ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ১ কোটি ৭৮ লাখ ৫৬ হাজার টাকা। এইদিন কোম্পানিটির শেয়ার দর ১ হাজার ৮৬০ টাকায় অপরিবর্তীত ছিল। বেক্সিমকো ফার্মার ২০ লাখ শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ১৬ কোটি ৮০ লাখ টাকা। এইদিন কোম্পানিটির শেয়ার দর ৮৪ টাকায় অপরিবর্তীত ছিল। স্কয়ার ফার্মার ৯ লাখ ৫০ হাজার শেয়ার ৩ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ২৪ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা। এইদিন কোম্পানিটির শেয়ার দর ২৫৩.৫০ টাকা থেকে ২৫৫ টাকায় ওঠানামা করে।
×