ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় আমরাই পারি জেলা জোটের সমন্বয় সভা

প্রকাশিত: ২৩:৩৭, ২৪ ডিসেম্বর ২০১৫

গাইবান্ধায় আমরাই পারি জেলা জোটের সমন্বয় সভা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ আমরাই পারি জেলা জোটের এক সমন্বয় সভা গাইবান্ধার দৈনিক মাধুকর কার্যালয় মিলনায়তনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশন ও অক্সফ্যামের সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশন বাস্তবায়নাধীন পারিবারিক নির্যাতন প্রতিরোধ, এলএইচডিপি রিকল প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিসার ও জেলা পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটি এই সভার আয়োজন করে। সভায় গত ৬ মাসের নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধের তথ্যসমূহ তুলে ধরা হয়। জেলা তথ্য অফিসার সাবিহা আকতার লাকীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কে এম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, মহিলা পরিষদের সম্পাদক রিক্তু প্রসাদ, পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নাজমা শওকত, জেলা মহিলা সংস্থার আফরুজা বানু শিখা, গাইবান্ধা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক খলিলুর রহমান, ব্র্যাকের সিনিয়ার উপজেলা ম্যানেজার-লিগ্যাল এইড মোঃ রাজিব রহমান, সদর থানার এসআই শহিদুল ইসলাম প্রমুখ। এছাড়া ফুলছড়ি উপজেলার গজারিয়া ও ফুলছড়ি ইউনিয়নের নারী আড্ডার লিডাররাও এ সভায় বক্তব্য রাখেন এবং এলাকার বাস্তবতা তুলে ধরেন।
×