ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মানুষ সবচেয়ে বেশি খোঁজে কারদাশিয়ান ও মেসিকে

প্রকাশিত: ১৮:৩৭, ২৪ ডিসেম্বর ২০১৫

মানুষ সবচেয়ে বেশি খোঁজে কারদাশিয়ান ও মেসিকে

অনলাইন ডেস্ক ॥ গুগল সার্চ ইঞ্জিনে বিদায়ী ২০১৫ সালে সারা বিশ্বের মানুষ সবচেয়ে বেশি যাদের খুঁজেছে তাদের শীর্ষে রয়েছেন মার্কিন রিয়েলিটি টিভি তারকা কিম কারদাশিয়ান এবং ফুটবলার লিওনেল মেসি। গুগলের পক্ষ থেকে মার্কিন সাময়িকী টাইমকে এই পরিসংখ্যান দেওয়া হয়েছে। এরা প্রত্যেকে ২৬ টি করে দেশে গুগলে সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব ছিলেন। কিম কারদাশিয়ানের মূল খ্যাতি তার যৌন আবেদন। যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, ফ্রান্স সহ ইউরোপ আমেরিকার অধিকাংশ থেকে গুগলে মানুষ তাকেই বার বার খুঁজেছে। অন্যদিকে কিউবা, কঙ্গো সহ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকায় মানুষজন ইন্টারনেটে মেসিকে খোঁজ করেছে বার বার। কারদাশিয়ান এবং মেসির পরপরই ছিলেন আরেক তারকা ফুটবলার পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। ২১ টি দেশে তিনি ছিলেন গুগলে খোঁজার তালিকার শীর্ষে। তালিকায় তারপর ছিলেন দুজন পপ সঙ্গীত তারকা -- নিকি মিনাজ এবং রিহানা। সূত্র : বিবিসি বাংলা
×