ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চিনি আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট আরোপ

প্রকাশিত: ০৮:১২, ২৪ ডিসেম্বর ২০১৫

চিনি আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট আরোপ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চিনি আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একইসঙ্গে টনপ্রতি চিনি আমদানির ট্যারিফ মূল্য বাড়ানো হয়েছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (কাস্টমস) অতিরিক্ত সচিব আব্দুর রউফ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। মূসক এসআরও-১১৯-আইন ২০১৫-৭২৫ সংশোধন ও কাস্টমস এসআরও-১৪৬-আইন-২০১৩-২৪৩৩-কাস্টমস পূর্বক মূসক আরোপ ও ট্যারিফ মূল্য বৃদ্ধি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পরিশোধিত, অপরিশোধিত চিনি আমদানিতে ১৫ শতাংশ মূসক দিতে হবে। পরিশোধিত চিনি আমদানিতে টনপ্রতি ট্যারিফ মূল্য ৪০০ থেকে ৪৩০ মার্কিন ডলার ও অপরিশোধিত চিনি আমদানিতে টনপ্রতি ট্যারিফ মূল্য ৩২০ থেকে ৩৫০ মার্কিন ডলার করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে এই মূসক আরোপ ও ট্যারিফ মূল্য বৃদ্ধি করা হয়েছে।
×