ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পৌরনীতি ও সুশাসন ১ম পত্র

প্রকাশিত: ০৬:২৩, ২৪ ডিসেম্বর ২০১৫

পৌরনীতি ও সুশাসন ১ম পত্র

(পূর্ব প্রকাশের পর) ৩৯. সুশাসনের ফলে- র. গণতন্ত্র শক্তিশালী হয় রর. গণতন্ত্র দুর্বল হয় ররর. বাকস্বাধীনতা রক্ষা করা যায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ৪০. বাংলাদেশ সরকার নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রদানের ফলে তাদের জীবনমান অনেক সহজতর হয়েছে। বাংলাদেশ সরকারের এ কাজটি কীসের পরিচয় বহন করে? ক) ই-গবর্নেন্স খ) ই-গণতন্ত্র গ) ই-ইলেকশন ঘ) ই-লার্নিং ৪১. রাজনৈতিক দলের প্রধানকে কী বলে? ক) কর্মী খ) নেতা গ) সংগঠক ঘ) চেয়ারম্যান ৪২. শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধিকে চিহ্নিত করেন কোন অধ্যাপক? ক) গেইল খ) লাস্কি গ) বার্কার ঘ) ম্যাকাইভার ৪৩. প্রথম জাতি-রাষ্ট্র প্রতিষ্ঠা পায়- র. ইংল্যান্ডের টিউডর বংশের শাসন কর্তৃক রর. রাশিয়ার জারের শাসন কর্তৃত্ব ররর. ফ্রান্সে চতুর্দশ লুই শাসন কর্তৃত্ব নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ৪৪. সুশাসন নিশ্চিত করে- র. কার্যকর রাষ্ট্রব্যবস্থা রর. কার্যকর অর্থনীতিক ব্যবস্থা ররর. কার্যকর স্থানীয় সরকার নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর অনুচ্ছেদটি পড়ে নিচের ২টি প্রশ্নের উত্তর দাও ক রাষ্ট্রে একজন মন্ত্রী হতে হলে আইনসভার সদস্য হতে হয়। খ রাষ্ট্রে মন্ত্রিগণ আইনসভার সদস্য নন। ক রাষ্ট্রের শাসন বিভাগের কর্মকর্তাগণ বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। ৪৫. বাংলাদেশের জনগণ নাগরিক হিসেবে কী? ক) ক রাষ্ট্রে ক্ষমতার বিচার বিভাগ স্বাধীন খ) ক রাষ্ট্রে বিচার বিভাগ স্বাধীন নয় গ) খ রাষ্ট্রে বিচার বিভাগ স্বাধীন ঘ) খ রাষ্ট্রে বিচার বিভাগ স্বাধীন নয় সঠিক উত্তর : ৩৯. (খ) ৪০. (ক) ৪১. (খ) ৪২. (গ) ৪৩. (ক) ৪৪. (ক) ৪৫. (গ)
×