ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাধারণ বিজ্ঞান

প্রকাশিত: ০৬:২০, ২৪ ডিসেম্বর ২০১৫

সাধারণ বিজ্ঞান

১. মৌমাছি হুল ফুটালে আমরা কি লোশন ব্যবহার করি? ক) ক্যালামিন খ) পেনিসিলিন গ) পেভিশন ঘ) সবকটি ২. ক্যারোটিন সমৃদ্ধ খাবার হলো- র. লাল শাক রর. পুদিনা পাতা ররর. ছানা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩. রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কি রোগ হয়? ক) নিউমোনিয়া খ) রাত কানা গ) ম্যারাসমাস ঘ) রক্তশূন্যতা ৪. অঙ্গ সংস্থানের সাদৃশ্য ও বৈসাদৃশ্যের আলোচনাকে কী বলে? ক) সমসংস্থ অঙ্গ খ) সমবৃত্তি অঙ্গ গ) তুলনামূলক অঙ্গসংস্থান ঘ) আপেক্ষিক অঙ্গসংস্থান ৫. মাছের হৃৎপিন্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? ক) দুই খ) এক গ) তিন ঘ) চার ৬. ঢ়ঐ নির্ণয় ও নিয়ন্ত্রণ করা প্রয়োজন হয়- র. আলোকচিত্র সংক্রান্ত রাসায়নিক বিক্রিয়ায় রর. রং তৈরি ও ব্যবহারে ররর. ধাতব পদার্থের ইলেকট্রোপ্লোটিং এ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৭. স্ত্রীলোকের ক্রোমোজোম হলোÑ ২অ + ঢণ দ্বারা প্রকাশ করা হয়। শুক্রাণুর গঠন কোনটি? ক) অণ খ) ণণ গ) অঅ ঘ) অঢ ৮. কঠিন বর্জ্য কত দিনের মধ্যে পচতে শুরু করে? ক) ১-২ খ) ২-৩ গ) ৩-৪ ঘ) ৪-৫ ৯. সাধারণ তাপমাত্রায় চর্বি কীরূপ অবস্থায় থাকে? ক) বাষ্পীয় খ) কঠিন গ) তরল ঘ) প্লাজমা ১০. মাটিতে বিদ্যমান যৌগসমূহ কী ধরনের? ক) জৈব খ)অজৈব গ) রাসায়নিক ঘ) কৃত্রিম ১১. রেশম কোন জাতীয় প্রোটিন দিয়ে তৈরি? ক) অ্যালনিন খ) পি-৪৯ গ) ফাইব্রেয়ন ঘ) টিটিন ১২. সফল টেস্টটিউব বেবি লুইস ব্রাউন কোথায় জন্মগ্রহণ করে? ক) ইতালিতে খ) ইংল্যান্ডে গ) আমেরিকায় ঘ) অস্ট্রেলিয়ায় ১৩. অক্সিজেনসমৃদ্ধ রক্ত পরিবহন করে- র. পালমোনারি শিরা রর. এ্যাটেরিওল ররর. সাবক্লোভিয়ান শিরা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৪. পলিথিন কেন প্লাস্টিক? ক) সহজে ছাঁচযোগ্য একটি পলিমার খ) বিদ্যুৎ ও তাপ পরিবাহী গ) গলিত অবস্থায় একে যে কোন আকার দেয়া যায় না ঘ) বেদ্যুতিক সার্কিটে ব্যবহৃত হয় ১৫. স্ফুটন শুরু হওয়ার পর কত মিনিট ধরে স্ফুটন করলে পানি জীবাণুযুক্ত হয়? ক) পরিস্রাবণ খ) ক্লোরিনেশন গ) পরিস্রাবণ ঘ) পাতন ১৬. ঢ়ঐ মানের উপর ভিত্তি করে মাটি কত রকমের হতে পারে? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ ১৭. কোন তন্তুকে তাপ ও ধোয়ার ফলে রঙের তেমন কোন ক্ষতি হয় না? ক) সুতি খ) পলিস্টার গ) নাইলন ঘ) টেফলন ১৮. গাড়িতে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? ক) সমতল দর্পণ খ) অবতল দর্পণ গ) উত্তল দর্পণ ঘ) সমতল বা বতল দর্পণ ১৯. কোনটি চর্বি জমা রোধ ও সুস্থ ত্বক বজায় রাখে? ক) ভিটামিন ‘অ’ খ) ভিটামিন ‘ই’ গ) ভিটামিন ‘ঈ’ঘ) ভিটামিন ‘ঊ’ ২০. কার্বনডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে- ক) পালমোনারি খ) পালমোনারি ধমনি গ) অ্যাওর্টা ঘ) বাম ভেন্ট্রিকল ২১. বোলতা ও বিচ্ছুর হুলে কি থাকে? ক) হিস্টামিন খ) মেলিটিন গ) অ্যাপামিন ঘ) ক্যালামিন ২২. কোন প্লাস্টিকে তাপ দিলে নরম হয়ে যায়? ক) পলিথিন খ) পলিস্টার কাপড় গ) পিভিসি পাইপ ঘ) সবকটি ২৩. অবতল লেন্সের চশমা চোখের কোন ধরনের ত্রুটিতে ব্যবহার করা হয়? ক) বিষম দৃষ্টি খ) দীর্ঘ দৃষ্টি গ) হ্রস্ব দৃষ্টি ঘ) বার্ধক্য দৃষ্টি ২৪. জীবাশ্মা হলো ভূ-গর্ভের শিলাস্তরে দীর্ঘকাল চাপা পড়ে থাকা জীবের- র. প্রস্তরীভূত দেহ রর. দেহছাপ ররর. প্রস্তরীভূত অঙ্গ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৫. কোনটি এসিডিটির কারণ? ক) ভালো ঘুম খ) নিয়মিত খাবার গ) দুশ্চিন্তা ঘ) কোনটিই নয় সঠিক উত্তর : ১. (ক) ২. (ক) ৩. (ঘ) ৪. (গ) ৫. (ক) ৬. (ঘ) ৭. (ক) ৮. (ক) ৯. (খ) ১০. (খ) ১১. (গ) ১২. (খ) ১৩. (ক) ১৪. (ক) ১৫. (ক) ১৬. (খ) ১৭. (ক) ১৮. (গ) ১৯. ২০. (খ) ২১. (ক) ২২. (ঘ) ২৩. (গ) ২৪. (ঘ) ২৫. (গ)
×