ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:১৮, ২৪ ডিসেম্বর ২০১৫

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

পূর্ব প্রকাশের পর) ১৮. ইসলামি শরিয়তের প্রথম পরিভাষা কয়টি? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ ১৯. যাকাত না দেওয়া কাদের কাজ? ক) মুশরিকের খ) কাফিরের গ) মুমিনের ঘ) মুনাফিকের ২০. আল্লাহ বলেন, “অতএব হে জ্ঞানিগণ! তোমরা উপদেশ গ্রহণ কর।” এ আয়াত দ্বারা আল্লাহ তায়ালা কিসের প্রতি ইঙ্গিত দিয়েছেন? ক) ‘সুন্নাহর খ) ইজমার গ) কিয়াসের ঘ) ইলমে শরিয়তের ২১. কোন ইবাদত মানুষকে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখে? ক) ইমান খ) সালাত গ) যাকাত ঘ) হজ ২২. ইসলামের বিধিবিধান কেমন? ক) জাতিগত খ) সার্বজনীন ও সর্বকালীন গ) প্রাচীন ঘ) আধুনিক ২৩. আল্লাহর সত্তা, গুণাবলি ও ক্ষমতার ধারণা প্রদান করে? ক) আসমানি কিতাব খ) রাজীতি বিজ্ঞান গ) জীববিজ্ঞান ঘ) সমাজবিজ্ঞান ২৪. ‘শাফায়াত’ শব্দের অর্থ কী? ক) সুপারিশ করা খ) হিসাব নেওয়া গ) অনুগ্রহ করা ঘ) কামনা করা ২৫. ইমানের বিপরীত কী? ক) শিরক খ) কুফর গ) কাফির ঘ) মুশরিক ২৬. কাগজের ওপর গ্রন্থাকারে লিপিবদ্ধ কুরআন সর্বপ্রথম কার তত্ত্বাবধানে রাখা হয়? ক) উসমান (রা) এর খ) আবু বকর (রা) এর গ) যায়িদ ইবন সাবিত (রা) এর ঘ) বিবি হাফসা (রা) এর ২৭. ন্যায়পরায়ণ শাসক হিসেবে হযরত উমর কোনটি নিশ্চিত করেছিলেন? ক) জবাবদিহিতা খ) জনগণের অধিকার উপভোগ গ) রাজপথে নির্বিঘেœ চলাচল ঘ) রাজনৈতিক ঐক্য ২৮. ইসলামের সেতুবন্ধন হিসেবে কাজ করে কোনটি? ক) যাকাত খ) সাওম গ) হজ ঘ) সালাত ২৯. ভুল কুরআন তিলাওয়াত করলে কী হয়? ক) নেকি কম হয় খ) গুনাহ হয় গ) কোনো নেকি হয় না ঘ) গুনাহ হয় না ৩০. কুরআন মজিদের প্রথম বাণী কোনটি? ক) দেখ খ) বল গ) পড় ঘ) চিন্তা কর ৩১. আমানতের খিয়ানতের ইসলামি বিধান কী? ক) হালাল খ) হারাম গ) সুবাহ ঘ) মাক্রুহ ৩২. তৎকালীন আরবের অধিকাংশ লোকের জীবিকা ছিল- ক) ব্যবসায় খ) চাকরি গ) কৃষিকাজ ঘ) মেষচারণ ৩৩. ইসলামের চতুর্থ স্তম্ভ কোনটি? ক) সালাত খ) যাকাত গ) সাওম ঘ) হজ ৩৪. কাফির ব্যক্তি হতাশাগ্রস্ত থাকে কেন? ক) আল্লাহর প্রতি ভরসা নেই বলে খ) আল্লাহর প্রতি গভীর ভালোবাসার কারণে গ) মুসলমানদের ভয়ে ঘ) জাহান্নামের ভয়ে ৩৫. আল হিকমা শব্দের অর্থ কী? ক) সত্য খ) প্রজ্ঞা গ) অনুগ্রহ ঘ) নিরাময় ৩৬. আল্লাহ তায়ালার মনোনীত একমাত্র দীন বা জীবনব্যবস্থাকে বলা হয়- ক) শরিয়ত খ) ইসলাম গ) মারিফাত ঘ) তাসাউফ সঠিক উত্তর: ১৮. (গ) ১৯. (ক) ২০. (গ) ২১. (খ) ২২. (খ) ২৩. (ক) ২৪. (ক) ২৫. (খ) ২৬. (খ) ২৭. (ক) ২৮. (ক) ২৯. (খ) ৩০. (গ) ৩১. (খ) ৩২. (ক) ৩৩. (গ) ৩৪. (ক) ৩৫. (খ) ৩৬. (খ)
×