ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঈদে মিলাদুন্নবী

ইসলামী ফাউন্ডেশনের পক্ষকালব্যাপী অনুষ্ঠান

প্রকাশিত: ০৬:০১, ২৪ ডিসেম্বর ২০১৫

ইসলামী ফাউন্ডেশনের পক্ষকালব্যাপী অনুষ্ঠান

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) উদ্যাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা। বাদ আছর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- আজ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ওয়াজ ও মিলাদ মাহফিল। দেশবরেণ্য পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরাম উক্ত মাহফিলে বয়ান করবেন। বাংলাদেশ বেতারের সঙ্গে যৌথ প্রযোজনায় কাল ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী মহানবী (সা) জীবন ও কর্মের ওপর সেমিনার। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মিলানায়তনে বাদ আছর অনুষ্ঠেয় উক্ত সেমিনার রেকর্ডিং করে বাংলাদেশ বেতার এফ, এম, ১০৬ মেগাহার্জে প্রত্যহ রাত ১০টা ১৫ মিনিটে প্রচার করা হবে। ২৪ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর সাহানে ইসলামী ক্যালিওগ্রাফি ও মহানবীর (সা) জীবনীভিত্তিক পোস্টার ও গ্রন্থ প্রদর্শনী। প্রতিদিন বাদ যোহর থেকে রাত ৮.০০টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। পবিত্র রবিউল আউয়াল ও ঈদে মিলাদুন্নবী (সা) উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে ১৩ ডিসেম্বর থেকে মাসব্যাপী ইসলামী বইমেলা আগামী ১২ জানুয়ারি পর্যন্ত চলবে। মেলায় কোরান ও-হাদিসসহ বিভিন্ন ইসলামী পুস্তক বিশেষ কমিশনে পাওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও সমমানের মাদ্রাসার শিক্ষার্থী এবং অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের মধ্যে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মিলনায়তন ও বায়তুল মোকাররম মসজিদের মহিলা নামাজকক্ষে অনুষ্ঠেয় উক্ত প্রতিযোগিতার বিষয়গুলো হচ্ছে ক্বিরআত, হামদ-না’ত ও রচনা প্রতিযোগিতা। -বিজ্ঞপ্তি
×