ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্ব চ্যাম্পিয়নশিপ

বর্ষসেরা সেরেনা জোকোভিচ

প্রকাশিত: ০৫:৫৪, ২৪ ডিসেম্বর ২০১৫

বর্ষসেরা সেরেনা জোকোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ পুরুষ এককে নোভাক জোকোভিচ আর মহিলা এককে সেরেনা উইলিয়ামস। চলতি মৌসুমের শুরু থেকেই টেনিস কোর্ট মাতিয়েছেন এই দুই তারকা। মৌসুমের শেষে তার পুরস্কারটাও জুটল তাদের ভাগ্যে। মঙ্গলবার আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) কর্তৃক প্রদত্ত ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপ’ মনোনীত হলেন সেরেনা উইলিয়ামস এবং নোভাক জোকোভিচ। আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার বর্তমান বয়স ৩৪। কিন্তু বয়সের ফ্রেমে নিজেকে বেঁধে না রেখে ২০১৫ সালটা দারুণ কেটেছে তার। তিন গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জিতে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এছাড়াও আরও দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। চলতি মৌসুমে ৫৩ জয়ের বিপরীতে সেরেনা উইলিয়ামসের হার মাত্র ৩ ম্যাচে। রীতিমতো যা অবিশ্বাস্যই। তারই পুরস্কার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ বা আইটিএফ প্রদত্ত সেরা প্রমীলা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। এবার নিয়ে ষষ্ঠবারের মতো এই পুরস্কার জিতলেন তিনি। এমন অর্জনের পর সেরেনা উইলিয়ামস দারুণ রোমাঞ্চিত। এ বিষয়ে আমেরিকান টেনিস তারকা বলেন, ‘ষষ্ঠবারের মতো আইটিএফ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াটা আমার কাছে অনেক বড় এক অর্জন। প্রকৃতপক্ষে এই বছরটা বেশ ভাল কেটেছে আমার। বলতে পারেন বিস্ময়কর। এবার দ্বিতীয়বারের মতো ‘সেরেনা সøাম’ জিতলাম আমি।’ মহিলা এককে সেরেনা উইলিয়ামস যেমন তেমনি পুরুষ এককে সব আলো কেড়ে নিয়েছেন নোভাক জোকোভিচ। আমেরিকান তারকার মতো তিনিও মৌসুমের প্রথম চার গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের তিনটিতেই শিরোপা জয়ের হাসি হেসেছেন। জোকোভিচ চতুর্থবারের মতো এবার নাম্বার ওয়ানে থেকে বছর শেষ করছেন। তিন গ্র্যান্ডসøামসহ মোট ১১ ইভেন্টের শিরোপা নিজের শোকেসে তুলেছেন তিনি। ৮২ ম্যাচ জয়ের বিনিময়ে হার মাত্র ৬টিতে। এমন সাফল্যে সার্বিয়ান তারকা জোকোভিচ নিজেও অবিভূত, ‘অনেক দিক দিয়েই এই মৌসুমটা আমার ক্যারিয়ারের সেরা। এটা আরও এগিয়ে যেতে আমাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ চলতি মৌসুমটা দারুণ কেটেছে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার। যে কারণে আগামী বছর ফেড কাপে ভারতীয় দলের অধিনায়ক মনোনীত হয়েছেন বিশ্বের শীর্ষ র‌্যাঙ্কধারী ডাবলস তারকা সানিয়া। ভারতীয় নির্বাচক কমিটি ফেড কাপে এশিয়া ও ওসেনিয়া গ্রুপ ‘আইয়ের’ ম্যাচের জন্য চার সদস্যের দল ঘোষণা করেছে। আগামী বছরের ৩-৫ ফেব্রুয়ারি থাইল্যান্ডের হুয়া হিনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সানিয়া ছাড়াও দলের অন্য সদস্যরা হলেন- এককে দেশ সেরা খেলোয়াড় আঙ্কিতা রাইনা, জাতীয় চ্যাম্পিয়ন প্রেরণা ভামব্রি ও প্রার্থনা তোমবারে। রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রয়েছেন কারমান কউর থান্ডি। সানিয়ার নেতৃত্বে ২০১৫ সালে ভাল খেলার ফলস্বরূপ ভারত গ্রুপ ‘আইয়ে’ উন্নীত হয়।
×