ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অনলাইনে যোগাযোগের পর হজের সময় দেখা হয়

প্রকাশিত: ০৫:৫৩, ২৪ ডিসেম্বর ২০১৫

অনলাইনে যোগাযোগের পর হজের সময় দেখা হয়

অনলাইনে পরিচয় হয়েছিল সান বারনারডিনো আক্রমণকারীদের। এরপর ২০১৩ সালে হজ করতে গিয়ে তাদের সাক্ষাত ঘটেছিল। ভিসা আবেদনের কাগজপত্র পরীক্ষা করে দেখার সময় এসব তথ্য জানা গেছে। সৈয়দ ফারুক ফিয়াঁসে (বাগদান) ভিসার আবেদন করেছিলেন। তাশফিন মালিকের সঙ্গে অনলাইনে তার পরিচয় ঘটে। এরপর সম্পর্ক বজায় ছিল ই-মেইলের মাধ্যমে। ২০১৩ সালে হজের সময় সৌদি আরবের মক্কা নগরীতে তাদের প্রথম সাক্ষাত হয়। এরপর তাদের বাগদান সম্পন্ন হয় এবং ঠিক হয় যে, তাশফিন যুক্তরাষ্ট্রে ফিরে আসার এক মাসের মধ্যে তাদের বিয়ে হবে। তাশফিনের ভিসা প্রক্রিয়া বিষয়ক কাগজপত্র নিয়ে মার্কিন প্রতিনিধি পরিষদের প্রশ্ন তোলার পর বিচার দফতর বিষয়ক হাউস কমিটি এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করে। গত ২ ডিসেম্বর সান বারনারডিনো জনস্বাস্থ্য দফতরে গুলিবর্ষণের ঘটনায় ১৪ জন নিহত হওয়ার ঘণ্টাখানেকের মধ্যে এই যুগল পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান। তার কিছুক্ষণ পর ফারুক ও তাশফিনের বাড়িতে পুলিশ তল্লাশি চালায়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর একে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় জঙ্গী হামলা হিসেবে দেখা হচ্ছে। হাউস বিচার বিষয়ক কমিটির প্রকাশ করা কাগজপত্রে তাশফিনের সৌদি পাসপোর্টের স্ট্যাম্প ও ভিসা কপিযুক্ত করা হয়েছে। এছাড়া বিয়ে করার আগে তাদের পারস্পরিক যোগাযোগের বিবরণও এতে তুলে ধরা হয়েছে। হত্যা, নরহত্যা বা মাদক ব্যবহারের মতো অপরাধের সঙ্গে ফারুক জড়িত ছিলেন কি-না এ রকম এক প্রশ্নের উত্তরে এতে ‘না’ লেখা রয়েছে। তাশফিনের ভিসা প্রক্রিয়ার বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে। তার জন্ম পাকিস্তানে কিন্তু বড় হয়েছেন সৌদি আরবে। -বিবিসি ৯০০ ফুট উঁচু থেকে পড়েও মটোরোলার ‘ড্রয়েড টার্বো টু’ ফোনটি পরীক্ষা করতে ক্যামেরা অন করে ড্রোনের সঙ্গে ঝুলিয়ে ৯০০ ফুট উচ্চতা থেকে নিচে ফেলে দেয়া হয়। পরীক্ষায় একটু স্ক্র্যাচের দাগ ছাড়া আর কোন ক্ষতি হয়নি ফোনের। এর স্ক্রিন তৈরি হয়েছে পাঁচটি ফ্লেক্সিবেল প্লাস্টিক লেয়ার দিয়ে। এর এ্যামোলিড প্যানেল ফোনের বডিকে রক্ষা করে। -ওয়েবসাইট চাঁদে উপনিবেশ চাঁদে উপনিবেশ গড়তে যাচ্ছে চীন, ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ) ও রাশিয়ান ফেডারেল স্পেস এজেন্সি (রসকসমস)। মহাকাশ প্রযুক্তিবিদরা বলেছেন, চাঁদে দ্বিতীয় উপনিবেশ গড়ে তোলার প্রস্তুতি চলছে অনেক দিন ধরেই। ৯৯ সালে শুরু হয়েছিল চাঁদকে ঘাঁটি বানিয়ে মহাকাশের বিভিন্ন রুটে চষে বেড়ানোর প্রস্তুতি, যার নাম ‘মুনবেস আলফা ইন স্পেস’। এখন চলছে চাঁদের মাটি খুঁড়ে তার অভ্যন্তরে ‘আন্ডারগ্রাউন্ড কলোনি’ গড়ে তোলার কাজ। আর ২০-২৫ বছরের মধ্যেই তা অনেকটা সম্ভব হবে বলে আশা বিজ্ঞানীদের। -আনন্দবাজার পত্রিকা
×