ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

প্রকাশিত: ০৪:০৫, ২৪ ডিসেম্বর ২০১৫

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পুঁজিবাজারে দুইদিন বিরতির পর আবারও সূচকের সামান্য পতন ঘটেছে। রবিবার বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন জারির পরে সোম ও মঙ্গলবার সূচক বেড়েছিল। সেই সঙ্গে বিনিয়োগকারীদের লেনদেনও বেড়েছিল। কিন্তু বুধবারে উভয় বাজারেই সূচকের পতন ঘটেছে। তবে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আগের দিনের তুলনায় ২৫ শতাংশ লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কিছুটা বেড়েছে। উভয় বাজারেই ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমাসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ডিসেম্বর ক্লোজিংয়ের প্রভাব পড়েছে বলে বাজার সংশ্লিষ্ট মহল মনে করছেন। একইসঙ্গে আগামী বছরের জন্য বিনিয়োগকারীদের বড় একটি অংশও পোর্টফলিও বা পত্রকোষ পুনর্বিন্যাস করছেন, যার মিশ্র প্রভাবও বাজারে পড়েছে বলে তারা মনে করছেন। বাজার পর্যালোচনায় দেখা গেছে, বুধবার ডিএসইতে ৩৯৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৩১ কোটি ৮৬ লাখ টাকা বা ২৫ শতাংশ কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৫২৬ কোটি টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরুর পরে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪ পয়েন্ট কমে ৪ হাজার ৫৮৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১০২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৪০ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- তিতাস গ্যাস ট্রান্সমিশন, বেক্সিমকো, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, এসিআই লিমিটেড, বেক্সিমকো ফার্মা, সাইফ পাওয়ারটেক, কাশেম ড্রাইসেলস, কেডিএস এ্যাক্সেসরিজ, আফতাব অটোমোবাইলস এবং ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেড। ডিএসইর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : মিরাকল ইন্ড্রাস্টিজ, প্রগতি ইন্স্যুরেন্স, জিকিউ বলপেন, এ্যাপেক্স স্পিনিং, লিব্রা ইনফিউশন, এসিআই ফর্মূলেশন, আরএফএল, এএমসিএল (প্রাণ), ওরিয়ন ইনফিউশন ও বিডি ল্যাম্পস। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : প্রগতি লাইফ, মেঘনা পেট্রোলিয়াম, সামাতা লেদার, এশিয়া প্যাসিফিক, গ্রীন ডেল্টা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি, আইসিবি সোনালী মিউচুয়াল ফান্ড, আমান ফিড ও তাকাফুল ইন্স্যুরেন্স। বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৮২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১১০টি এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : এসিআই, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, তিতাস গ্যাস, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক, রিজেন্ট টেক্সটাইল, কেডিএস এক্সেসরিজ, সিমটেক্স, সামিট পাওয়ার ও সাইফ পাওয়ার।
×