ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গেইলদের টেস্ট ক্রিকেটে ফেরাতে বললেন সিমন্স

প্রকাশিত: ০১:১৪, ২৩ ডিসেম্বর ২০১৫

গেইলদের টেস্ট ক্রিকেটে ফেরাতে বললেন সিমন্স

অনলাইন ডেস্ক ॥ বিশ্ব জুড়ে লোভনীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে খেলে বেড়ানো ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের টেস্ট ক্রিকেটে ফেরাতে বোর্ডকে আরও উদ্যোগ নেওয়ার আহবান জানিয়ছেন দেশটির কোচ ফিল সিমন্স। অস্ট্রেলিয়া সফররত ওয়েস্ট ইন্ডিজ দলের টেস্ট সিরিজের শুরুটা খুব বাজে হয়েছে। অথচ এই অস্ট্রেলিয়াতেই বিগ ব্যাশ টি-টোয়েন্টিতে আলো ছড়িয়ে যাচ্ছেন গেইল, ডোয়াইন ব্র্যাভো, আন্দ্রে রাসেলের মতো ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ খেলোয়াড়রা। তিন টেস্টের প্রথম ম্যাচে হোবার্টে তিন দিনের মধ্যে ইনিংস ও ২১২ রানে হারে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় টেস্টটি মেলবোর্নে শুরু হবে আগামী শনিবার। সিমন্স বুধবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সাংবাবিদকদের জানান, বিগ ব্যাশে রাসেলের বল বা ব্র্যাভো ও গেইলের ব্যাটিং দেখাটা উপভোগ্য। কিন্তু তাদের টেস্ট সিরিজে খেলার জন্য পাওয়া যায়নি। “এই ছেলেদের আবার কিভাবে মাঠে আনতে পারি তার সেরা উপায়টা খুঁজে বের করতে হবে আমাদের প্রশাসন আর কর্তা ব্যক্তিদের।” মারমুখী উদ্বোধনী ব্যাটসম্যান গেইল গত সপ্তাহে জানিয়েছিলেন, পিঠের চোট থেকে সেরে উঠছেন বলে এখনও টেস্ট ক্রিকেটে খেলার জন্য প্রস্তুত নন।
×