ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সাভার পৌর মেয়র প্রার্থী বদিকে গ্রেফতারে বাধা নেই

প্রকাশিত: ০১:১৩, ২৩ ডিসেম্বর ২০১৫

সাভার পৌর মেয়র প্রার্থী বদিকে গ্রেফতারে বাধা নেই

অনলাইন রিপোর্টার ॥ নাশকতার মামলায় সাভার পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মোঃ বদিউজ্জামান বদি উচ্চ আদালত আগাম জামিন না পাওয়ায় তাকে গ্রেফতারে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি জে বি এম হাসানের অবকাশকালীন হাই কোর্ট বেঞ্চ আগাম জামিন চেয়ে করা তার আবেদন 'উত্থাপিত হয়নি' মর্মে বুধবার খারিজ করে দেয়। এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যার্টনি জেনারেল এ এস এম নাজমুল হক বলেন, এর ফলে অভিযোগপত্র হয়ে যাওয়া এই মামলায় বদিকে গ্রেফতারে আইনগত আর কোনো বাধা নেই। নাশকতার অভিযোগে চলতি বছরের ৫ জানুয়ারি পুলিশ বদির বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করে, যার অভিযোগপত্র দেওয়া হয় ২৯ নভেম্বর। এই মামলায় ২১ নভেম্বর হাই কোর্টে আত্নসমর্পণ করে আগাম জামিনের আবেদন করে বদিউজ্জামান বদি। এর ওপর ২১ ডিসেম্বর শুনানি নিয়ে আদালত ২৩ ডিসেম্বর দিন রাখে। আদালতে বদির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সঙ্গে ছিলেন আইনজীবী কে এম মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল এ এস এম নাজমুল হক।
×