ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আটক নেতাকর্মীদের মুক্তি দাবি ফখরুলের

প্রকাশিত: ০১:১০, ২৩ ডিসেম্বর ২০১৫

আটক নেতাকর্মীদের মুক্তি দাবি ফখরুলের

স্টাফ রিপোর্টার ॥ বিবাড়িয়া জেলা বিএনপির ৩২ জন নেতাকর্মী জামিন লাভের পরও শ্যোন এ্যারেষ্টের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, জামিন লাভের পরেও বারবার শ্যোন এ্যারেষ্ট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিবৃতিতে বলা হয় বিবাড়িয়া জেলা বিএনপির সভাপতি মো: হাফিজুর রহমান কচি মোল্লা, সাধারণ সম্পাদক মো: জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক মো: সিরাজুল ইসলাম, জেলা যুবদল আহবায়ক মো: মনির হোসেন, জেলা ছাত্রদল সভাপতি মো: শামীম মোল্লা, সাধারণ সম্পাদক মো: ইয়াছিন আলীসহ বিভিন্ন মামলায় কারাগারে আটক ৩২ জন নেতাকর্মী জামিন লাভের পরও বারবার তাদের শ্যোন এ্যারেষ্ট দেখানো হয়। নিজেদের অভ্যন্তরীণ হানাহানি, রক্তারক্তির হোলিখেলায় বিপর্যস্ত আওয়ামী লীগ সরকার জনগণের দৃষ্টিকে ঝাপসা করার জন্য বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে মামলায় জড়ানো, গ্রেফতার, নিপীড়ণ ও নির্যাতনের এক নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে। তারা এ খেলায় মেতে ওঠার কারণ হলো বিরোধী দল যেন বর্তমান শাসকগোষ্ঠীর অপশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে নিরুৎসাহিত ও ভয় পায়। সরকার জনবিচ্ছিন্ন হয়ে গেছে বলেই কান্ডজ্ঞান হারিয়ে বিএনপির নেতাকর্মীদের মামলায় জড়িয়ে পর্যুদস্ত করার অপচেষ্টা চালাচ্ছে।
×