ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতের পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা

প্রকাশিত: ০০:৫২, ২৩ ডিসেম্বর ২০১৫

 ভারতের পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্ব বাজারের ইতিবাচক প্রভাব পড়েছে ভারতের পুঁজিবাজারে। বুধবার বোম্বে স্টক এক্সচেঞ্জে সেনসেক্স সূচক প্রায় ২৫৯ পয়েন্ট ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। প্রায় ১ দশমিক ০১ শতাংশ এই সূচকটি বেড়েছে। এসময়ে নিফটি সূচক ৭৯ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ফিরে পেয়েছে ৭ হাজার ৮৬৫ দশমিক ৭৯ পয়েন্টের অবস্থান। বাজার বিশ্লেষকরা বলছেন, টাটা স্টিল, সান ফার্মার মতো বড় বড় কোম্পানির শেয়ার গেইনারে অবস্থান করায় বাজার ঘুরে দাঁড়িয়েছে। এসব কোম্পানির শেয়ার দর এদিন ২ থেকে ৪ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হচ্ছে, বোম্বে স্টক এক্সচেঞ্জে এদিন ৩০ সূচক ২০৯.৮৭ পয়েন্ট বা ০.৮২ শতাংশ পয়েন্ট ঘুরে দাঁড়িয়েছে ২৫ হাজার ৮০০.৫২ পয়েন্টে। এর আগের দিন অর্থাৎ গতকাল মঙ্গলবার প্রায় ১৪৫.২৫ পয়েন্ট হারায়। প্রসঙ্গত, আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বড়দিনকে সামনে রেখে মঙ্গলবার মার্কিন পুঁজিবাজারে সূচকের উন্নতি হয়। ডো জোনস সূচক এদিন লেনদেনের শুরুতে ৭৯.৯ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৩৩১ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ফ্রান্স, জার্মানির বাজারও ছিল ঊর্ধ্বমুখী। দিনটিতে চীনের সাংহাই সূচকটি ১৩১ দশমিক ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭ দশমিক ৮৭ পয়েন্ট। জাপানের নিক্কি সূচক কমেছে ২৯ দশমিক ৩২ পয়েন্ট।
×