ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বান্দরবানে ৫দিন বহিরাগত নিষিদ্ধ

প্রকাশিত: ২০:৫৬, ২৩ ডিসেম্বর ২০১৫

বান্দরবানে ৫দিন বহিরাগত নিষিদ্ধ

অনলাইন ডেস্ক ॥ পৌরসভা নির্বাচনকে ঘিরে আগামী ২৮ ডিসেম্বর থেকে পাঁচদিন বান্দরবানে বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। বুধবার বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি-সার্বিক) ও রিটার্নিং অফিসার মোঃ আবু জাফর এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্নের লক্ষ্যে আগামী ২৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি ২০১৬ পর্যন্ত বহিরাগতদের অবস্থানে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ সময়ে বান্দরবান পৌরসভা এলাকায় কোনো বহিরাগত অবস্থান করতে পারবে না। এ নির্দেশনা সংক্রান্ত একটি চিঠি জেলার সকল হোটেল, মোটেল ও রিসোর্টের মালিকদের কাছে পাঠানো হয়েছে বলেও জানান এডিসি। এ নির্দেশনা পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জেলার হোটেল-মোটেল ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। শীত মৌসুম হচ্ছে পর্যটকদের জন্য উত্তম সময় উল্লেখ করে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে পাঁচদিনের নিষেধাজ্ঞা আরোপ থাকলে ব্যবসায়ীদের অন্তত কয়েক কোটি টাকার লোকসান হবে বলে দাবি করেন তারা। তাই নিষেধাজ্ঞার সময় কমিয়ে তিনদিন করার দাবি জানান ব্যবসায়ীরা। আগামী ৩০ ডিসেম্বর দেশের অন্যান্য অংশের মতো বান্দরবানেও পৌর নির্বাচন হওয়ার দিন ধার্য আছে।
×