ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কূটনীতিকদের সঙ্গে বিএনপি বৈঠক

প্রকাশিত: ২০:৫৫, ২৩ ডিসেম্বর ২০১৫

কূটনীতিকদের সঙ্গে বিএনপি বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপাসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষ হয়েছে। আজ বুধবার সকাল ১১টা থেকে শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলে এ বৈঠক। বৈঠক সূত্রে জানা যায়, আসন্ন পৌরসভা নির্বাচন যাতে রাজনৈতিক প্রভাবমুক্ত হয় সেজন্য কূটনীতিকদের ভূমিকা রাখান আহ্বান জানানো হয়েছে। এছাড়াও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বৈঠকে উপস্থিত কূটনীতিকদের জানানো হয়েছে। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত, পাকিস্তান, তুর্কি, অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়ন ও জার্মানির ডেপুটি রাষ্ট্রদূত, আমেরিকা, যুক্তরাজ্য, জাপান, ভারত, নেপাল, সুইডেনের পলিটিক্যাল সেক্রেটারিরা উপস্থিত ছিল। আর বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিল, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, রিয়াজ রহমান, আসাদুজ্জামান রিপন, ইনাম আহমেদ চৌধুরী, জেবা আহমেদ খান প্রমুখ।
×