ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চাঁদে বাড়ি তৈরির প্রস্তুতি!

প্রকাশিত: ১৯:০২, ২৩ ডিসেম্বর ২০১৫

চাঁদে বাড়ি তৈরির প্রস্তুতি!

অনলাইন ডেস্ক ॥ চাঁদে বাড়ি তৈরির প্রস্তুতি নেয়া হচ্ছে। আগামী বছর চাঁদে জমি দেখতে যাচ্ছে চীন। ইউরোপিয়ান স্পেস এজেন্সি ও রাশিয়ান ফেডেরাল স্পেস এজেন্সিও চাঁদে বাড়ি বানানোর জমি দেখতে যাচ্ছে। ১৯৯৯ সালে শুরু হয়েছিল চাঁদকে ঘাঁটি বানিয়ে মহাকাশের বিভিন্ন রুটে চষে বেড়ানোর প্রস্তুতি। যার নাম- ‘মুনবেস-আলফা ইন স্পেস’। এখন চলছে চাঁদের মাটি খুঁড়ে তার অভ্যন্তরে সভ্যতার দ্বিতীয় উপনিবেশ গড়ে তোলার কাজ। ‘আন্ডারগ্রাউন্ড কলোনি’। এটা কোনও কল্প-বিজ্ঞান নয়। আর কুড়ি-পঁচিশ বছরের মধ্যেই তা অনেকটা সম্ভব হবে। তবে মহাকাশবিজ্ঞানীদের যাবতীয় দুশ্চিন্তা চাদের পিঠের তাপমাত্রা, সৌর-বিকিরণ আর চাঁদের দীর্ঘমেয়াদি রাতের হাড়-জমানো ঠাণ্ডা নিয়ে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের মহাকাশ-প্রযুক্তিবিদ হিল্লোল গুপ্ত ও জার্মান অ্যারোস্পেস সেন্টার ডিএলআরের স্পেসক্র্যাফ্ট অপারেশনস ইঞ্জিনিয়ার সুদর্শন সুন্দরাজন জানিয়েছেন, চাঁদে সভ্যতার দ্বিতীয় উপনিবেশ গড়ে তোলার প্রস্তুতি-তোড়জোড় চলছে অনেক দিন ধরেই।
×