ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হোমনায় যুবলীগের সভায় সংর্ঘষ ॥ আহত ১৫

প্রকাশিত: ০৬:০৭, ২৩ ডিসেম্বর ২০১৫

হোমনায় যুবলীগের  সভায় সংর্ঘষ ॥  আহত ১৫

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, কুমিল্লা, ২২ ডিসেম্বর ॥ জেলার হোমনায় যুবলীগের বর্ধিত সভায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংর্ঘষের ঘটনায় অন্তত ১৫জন আহত হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায় হোমনা পৌর আওয়ামী লীগ কার্যালয়ে। উপজেলা পৌর আওয়ামী লীগের কার্যালয়ে কেন্দ্রীয় নেতাকর্মীদের আগমন উপলক্ষে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসএম আলালের সভাপতিত্বে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহবায়ক বাহার উদ্দিন বাহারের বক্তব্যেও আগে যুগ্ম আহবায়ক সারওয়ার হোসেন বাবুকে বক্তব্য দিতে না দেয়ায় হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে বাবু গ্রুপ সভাস্থল ত্যাগ করে। কিছুক্ষণ বাদে সমর্থক নেতাকর্মীদের নিয়ে সঙ্গে কওে এসে সভাস্থলে হামলা চালায়। এতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহবায়ক বাহার উদ্দিন বাহার, উপজেলা যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন সরকার, কাউছার আহমেদ, মনিরুজ্জামান টিপু ও সজল মিয়াসহ কমপক্ষে ১৫জন আহত হয়। এরপর ক্ষিপ্ত নেতাকর্মীরা কার্যালয়ের চেয়ার টেবিল ভাংচুর করে। পরে সারওয়ার হোসেন বাবুর সমর্থক মনিরুজ্জামান টিপুর নেতৃত্বে হোমনা চৌরাস্তা মোড় থেকে ইটপাটকেল, লাঠিসোটা হাতে বিক্ষোভ মিছিল বের করে। অপরদিকে কিশোর, মেজবাহ, মজিবের নেতৃত্বে ধাওয়া দিলে টিপু গ্রুপের লোকজন পিছু হটে। ক্ষানিকপর ফের উভয় গ্রুপের ধাওয়াÑপাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। অবশেষে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান আবুল ও স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মহসিন সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
×