ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পৌরনীতি ও সুশাসন ১ম পত্র

প্রকাশিত: ০৬:০৬, ২৩ ডিসেম্বর ২০১৫

পৌরনীতি ও সুশাসন ১ম পত্র

(পূর্ব প্রকাশের পর) ৩৮. সুশাসন প্রতিষ্ঠার সমস্যা কোনটি? ক) বিচার বিভাগ স্বতন্ত্রীকরণ খ) সিভিল সার্ভিস সংস্করন গ) সংঘাতময় রাজনীতি ঘ) স্বাধীন মত প্রকাশ ৩৯. সুদীর্ঘকাল ধরে সমাজে কোনো নিয়ম চলতে থাকলে তাকে কী বলে? ক) আইন খ) প্রথা গ) নিয়ম ঘ) বিধান ৪০. নাগরিকের রাজনৈতিক অধিকার কোনটি? ক) ভোট দেবার অধিকার খ) মত প্রকাশের অধিকার গ) জীবনধারণের অধিকার ঘ) চলাফেরা করার অধিকার ৪১. বাংলাদেশে ২০০৯ সালে তথ্য অধিকার আইন পাস হয়। ইউরোপিয়ান কাউন্সিলের ক্ষেত্রে সালটি কত হবে? ক) ২০০৩ খ) ২০০৫ গ) ২০০৭ ঘ) ২০১০ ৪২. আব্রাহাম লিঙ্কন কে ছিলেন? ক) আমেরিকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট খ) ব্রিটিশ প্রধানমন্ত্রী গ) কানাডার প্রধানমন্ত্রী ঘ) জার্মানির চ্যান্সেলার ৪৩. কোনটিকে তথ্য অবকাঠামোর মেরুদন্ড বলা হয়? ক) শিক্ষা প্রতিষ্ঠানকে খ) ধর্মীয় প্রতিষ্ঠানকে গ) টেলিযোগাযোগ ব্যবস্থাকে ঘ) সরকারি প্রতিষ্ঠানকে ৪৪. কৎধঃবরহ শব্দের অর্থ কী? ক) শাসন খ) শোষণ গ) নির্দেশ ঘ) অনুরোধ উদ্দীপকটি পড়ে নিচের ২ টি প্রশ্নের উত্তর দা: পদচিহ্ন রেখে যাবো বাংলার মানচিত্র জুড়ে, আবার আসব অচিনপুর ঘুরে। ৪৫. তথ্য প্রযুক্তির প্রধান ভাষা কোনটি? ক) বাংলা খ) আরবি গ) ইংরেজি ঘ) মান্দারিন ৪৬. জাতীয়তার জন্য কোন সংগঠন দরকার? ক) সামাজিক খ) রাজনৈতিক গ) সাংস্কৃতিক ঘ) বাণিজ্যিক ৪৭. ইঁৎবধঁ শব্দের অর্থ কী? ক) টেবিল খ) দরজা গ) চেয়ার ঘ) জানালা ৪৮. গণতান্ত্রিক মূল্যবোধ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে- ক) দলীয় প্রধানের সিদ্ধান্তকে প্রাধান্য দেয খ) উপরের সারির নেতাদের আলোচনাকে প্রাধান্য দেয় গ) পরস্পরের আলোচনাকে প্রাধান্য দেয় ঘ) মাঝারি সারির নেতাদেরকে প্রাধান্য দেয় ৪৯. মানবাধিকারের স্বীকৃতিদাতা কে? ক) রাষ্ট্র খ) আন্তজার্তিক আদালত গ) আন্তজার্তিক নীতিমালা ঘ) জাতিসংঘ ৫০. জাতীয়তার প্রথম ও প্রধান উপাদান কোনটি? ক) বংশগত ঐক্য খ) ভৌগোলিক ঐক্য গ) ধর্মীয় ঐক্য ঘ) অর্থনৈতিক ঐক্য সঠিক উত্তর: ১. (গ) ২. (খ) ৩. (ক) ৪. (গ) ৫. (ঘ) ৬. (খ) ৭. (খ) ৮. (খ) ৯. (খ) ১০. (খ) ১১. (গ) ১২. (ক) ১৩. (ক) ১৪. (খ) ১৫. (খ) ১৬. (ক) ১৭. (খ) ১৮. (ঘ) ১৯. (গ) ২০. (খ) ২১. (গ) ২২. (গ) ২৩. (ক) ২৪. (খ) ২৫. (খ) ২৬. (ঘ) ২৭. (ঘ) ২৮. (ঘ) ২৯. (খ) ৩০. (খ) ৩১. (গ) ৩২. (ঘ) ৩৩. (গ) ৩৪. (ক) ৩৫. (ক) ৩৬. (খ) ৩৭. (খ) ৩৮. (গ) ৩৯. (খ) ৪০. (ক) ৪১. (ক) ৪২. (ক) ৪৩. (গ) ৪৪. (ক) ৪৫. (গ) ৪৬. (খ) ৪৭. (ক) ৪৮. (গ) ৪৯. (ঘ) ৫০. (খ)
×