ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দিল্লীতে বিএসএফের বিমান বিধ্বস্ত, নিহত ১০

প্রকাশিত: ০৬:০৪, ২৩ ডিসেম্বর ২০১৫

দিল্লীতে বিএসএফের বিমান বিধ্বস্ত, নিহত ১০

নয়াদিল্লীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছেন। রাঁচি যাওয়ার উদ্দেশে মঙ্গলবার সকালে উড্ডয়নের পর পরই সুপার কিং উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে বিএসএফের তিন কর্মকর্তাসহ ১০ আরোহীর সবাই নিহত হন। খবর এনডিটিভির। বিমানবন্দর থেকে ওড়ার দুই মিনিটের মাথায় ২০ বছরের পুরনো এই বিচক্র্যাফটটি দুর্ঘটনায় পড়ে। বিমানটি প্রথমে বিমানবন্দরের সীমানা প্রাচীরে আছড়ে পড়ে এবং পরে পাশের একটি পয়নিষ্কাশন ট্রিটমেন্ট প্লান্টে গিয়ে পড়ে। বিধ্বস্ত হওয়ার পর পরই বিমানটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। ট্রিটমেন্ট প্লান্টে আধা ডোবা বিধ্বস্ত উড়োজাহাজটি থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায় বহুদূর থেকেও। এক প্রত্যক্ষদর্শী জানান, আমরা হঠাৎই আগুন দেখি। ওই বিমান থেকে একজনের লাশও বের করে আনা হয়। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, তার কাছেই একটি রেলওয়ে স্টেশন রয়েছে। ওই বিমানে বিএসএফের কয়েকজন টেকনিশিয়ান ছিলেন, যাদের রাঁচিতে গিয়ে একটি হেলিকপ্টার ঠিক করার কথা ছিল।
×