ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পরাবাস্তববাদী ফরাসী কবি এ্যালেঁ জুফরয় আর নেই

প্রকাশিত: ০৬:০৪, ২৩ ডিসেম্বর ২০১৫

পরাবাস্তববাদী ফরাসী কবি এ্যালেঁ জুফরয়  আর নেই

ফরাসী পরাবাস্তববাদী কবি এ্যালেঁ জুফরয় আর নেই। তার স্ত্রী ফুসাকো হাসাই সোমবার জানান, ‘দ্রোহ না থাকার বিরুদ্ধে দ্রোহ’ প্রতিপাদ্য হিসেবে কবিতায় বেছে নেয়া জুফরয় রবিবার ৮৭ বছর বয়সে মারা গেছেন। খবর এএফপি। কবিতায় অনবদ্য অবদানের জন্য জুফরয় ২০০৭ সালে ফ্রান্সের মর্যাদাপূর্ণ গোঁকার্ত পুরস্কার পান। কবিতা ছাড়াও তিনি উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও চিত্র সমালোচনা লেখেন। জুফরয় ১৯২৮ সালে প্যারিসে জন্মগ্রহণ করেন। বিশ শতকের শেষাংশ থেকে তিনি প্যারিসের বুদ্ধিজীবী সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হন। এক সময়ে তিনি পরাবাস্তব শিল্প আন্দোলনে জড়িয়ে পড়েন। ভিক্টর ব্রাউনার ও রবার্তো মাত্তার মতো চিত্রশিল্পীরা তার বন্ধু ছিলেন। এছাড়া তিনি ছিলেন তরুণ শিল্পীদের বড় পৃষ্ঠপোষক। টোকিও’র ফরাসী দূতাবাসে তিনি ১৯৮৩ সাল থেকে ১৯৮৫ পর্যন্ত কালচারাল এ্যাটাশে হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে এশীয় বিশেষ করে জাপানী শিল্প ও সাহিত্যের প্রতি ঝুঁকে পড়েন।
×