ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্রুড লবণ সঙ্কটে খুলনার অধিকাংশ মিল বন্ধ

প্রকাশিত: ০৫:১১, ২৩ ডিসেম্বর ২০১৫

ক্রুড লবণ সঙ্কটে খুলনার অধিকাংশ মিল বন্ধ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ দেশে ক্রুড লবণের মারাত্মক সঙ্কট সৃষ্টি হওয়ায় অধিকাংশ লবণ মিল বন্ধ হয়ে গেছে। খুলনার ৩৬টি লবণ মিলের মধ্যে ৩০টির উৎপাদন বন্ধ। বাকি ৬টি চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে খুলনা লবণ মিল মালিক সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সঙ্কট নিরসনে অবিলম্বে ক্রুড লবণ আমদানির অনুমতি প্রদানের জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খুলনা লবণ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক রফি আহম্মেদ বাবলা। সংবাদ সম্মেলনে বলা হয়, দেশে কোন মিলে ক্রুড লবণ নেই। ক্রুড লবণের অভাবে অধিকাংশ লবণ মিলই এখন বন্ধ। খুলনার ৩৬টি মিলের মধ্যে ৩০টিই বন্ধ। এ কারণে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। মিল মালিকরা ব্যাংকের দায়দেনা কাঁধে নিয়ে চরম সমস্যার ভেতর দিয়ে দিন কাটাচ্ছেন। টাকা দিয়েও ক্রুড লবণ সংগ্রহ করা দুরূহ হয়ে পড়ছে। যদিও ২-১ ট্রলার ক্রুড লবণ পাওয়া যায় তার দাম অস্বাভাবিক চড়া। প্রতিবস্তার দাম ৮৫০ টাকা থেকে ৯০০ টাকা। ঘাটতি ও উৎপাদন খরচসহ প্রতি বস্তার মূল্য দাঁড়ায় ১১০০ টাকার উর্ধে। গত মৌসুমে এই সময়ে ক্রুড লবণের বাজার মূল্য ছিল প্রতি বস্তা ৪০০ টাকা থেকে ৪১৫ টাকা। অস্বাভিক চড়া দামে কেনা ক্রুড লবণ দিয়ে উৎপাদিত লবণের মূল্য যে মূল্য পড়ে যায় তা এদেশের সাধারণ ভোক্তাদের ক্রয় ক্ষমতার বাইরে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সরকার লবণ চাষীদের স্বার্থের কথা বিবেচনা করে ক্রুড লবণ আমদানি বন্ধ রেখেছেন।
×