ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ১০ একর জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে চসিক এ্যাপারেল জোন

প্রকাশিত: ০৫:১১, ২৩ ডিসেম্বর ২০১৫

চট্টগ্রামে ১০ একর জায়গায়  প্রতিষ্ঠিত হচ্ছে চসিক  এ্যাপারেল জোন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পোশাক উৎপাদনকারী ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর আর্থিক সহায়তায় চট্টগ্রাম নগরীর কালুরঘাটে ১০ একর জায়গার ওপর হতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এ্যাপারেল জোন। ১০টি ভবনে প্রতিষ্ঠিত হবে মোট ৫০টি গার্মেন্টস শিল্প। চসিক সূত্রে জানানো হয়, এই এ্যাপারেল জোনে থাকবে শিশু পরিচর্যা কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্র, পানীয় জল, কার্গো লিফট, এবাদতখানা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, স্বয়ংক্রিয় জেনারেটর, পাওয়ার প্লান্ট, বিনোদন কেন্দ্র, গ্যাস, বিদ্যুতসহ যাবতীয় সুযোগ-সুবিধা। জোনটি প্রতিষ্ঠিত হলে প্রায় ৩০ হাজার শ্রমিকের কর্মসংস্থান হবে। আগামী ৩ জানুয়ারি বিজিএমইএর সঙ্গে এ সংক্রান্ত বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গার্মেন্টস এ্যাপারেল জোন প্রতিষ্ঠিত হলে তা চসিকের আয়ের একটি বড় খাত হিসেবে নাগরিক সেবার কাজে সহায়ক হবে। সোমবার দুপুরে স্থপতি আবদুল্লাহ আল ওমর কালুর ঘাটে প্রস্তাবিত সিটি কর্পোরেশন এ্যাপারেল জোনের নকশা মেয়র আ জ ম নাছির উদ্দিনের কাছে উপস্থাপন করেন।
×