ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উন্নয়ন কর্মকাণ্ড প্রচারে রাজধানীতে বসছে বিশেষ ডিজিটাল বোর্ড

একনেকে ভূমি কমপ্লেক্স ভবনসহ ৫ প্রকল্প অনুমোদন

প্রকাশিত: ০৫:০৯, ২৩ ডিসেম্বর ২০১৫

একনেকে ভূমি কমপ্লেক্স ভবনসহ ৫ প্রকল্প অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাজধানীর তেজগাঁওয়ে ভূমি কমপ্লেক্স ভবন নির্মাণসহ ৫ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৭৫৯ কোটি ১২ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৭২৬ কোটি ৭২ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩২ কোটি ৪০ লাখ টাকা ব্যয় করা হবে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। এ সময় পরিকল্পনা সচিব সফিকুল আযম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা, আইএমইডি সচিব শহিদ উল্লা খন্দকার এবং সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি কমপ্লেক্স ভবনের মতো যে কোন সরকারী ভবন নির্মাণে সৌর প্যানেল স্থাপনের নিদের্শ দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। তিনি জানান, শহরগুলোতে বসানো হচ্ছে বিশেষ ডিজিটাল বোর্ড। সরকারের উন্নয়ন কর্মকা- প্রচারে এ উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে শহরের চেহারা পরিবর্তন করা সম্ভব হবে। এটিকে সোকেস বাংলাদেশ বলে অভিহিত করা যায়। তিনি জানান, এটি ব্যতিক্রমী একটি উদ্যোগ। এ জন্য ব্যয় হবে ১৪ কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টি অবহিত করা হলে তিনি বলেন, শহরের যেসব স্থানে জনসমাগম বেশি সেগুলোতে প্রথম পর্যায়ে এই বোর্ড স্থাপন করা হোক।
×