ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদাকে ক্ষমা চাইতে বলল নির্মূল কমিটি

প্রকাশিত: ০২:২৮, ২২ ডিসেম্বর ২০১৫

খালেদাকে ক্ষমা চাইতে বলল নির্মূল কমিটি

অনলাইন ডেস্ক ॥ মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের নিন্দা জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। বিজয়ের মাসে ‘পাকিস্তানপ্রেমী বক্তব্যের’ জন্য বিএনপি চেয়ারপারসনকে ক্ষমাও চাইতে বলেছে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা সংগঠনটি। মঙ্গলবার নির্মূল কমিটির এক বিবৃতিতে বলা হয়, আমরা খালেদা জিয়ার মুক্তিযুদ্ধের ইতিহাসবিরোধী পাকিস্তানপ্রেমী বক্তব্যের তীব্র নিন্দা করছি এবং এ ধরনের বক্তব্যের জন্য দেশ ও জাতির নিকট বিএনপির ক্ষমাপ্রার্থনা দাবি করছি। সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, “আজকে বলা হয়, এতো লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানারকম তথ্য আছে।” তার বক্তব্যের নিন্দা জানিয়ে দেওয়া এ বিবৃতিতে সংগঠনের সভাপতি বিচারপতি গোলাম রাব্বানী, ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক শাহরিয়ার কবির, সহ-সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, চলচ্চিত্রনির্মাতা শামীম আখতার ও সাধারণ সম্পাদক কাজী মুকুল সই করেছেন।
×