ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শব্দযোদ্ধা রাশিদুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত: ০০:১৯, ২২ ডিসেম্বর ২০১৫

শব্দযোদ্ধা রাশিদুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক ॥ স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক রাশিদুল হোসেনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ৮০ বছর বয়সী এ শব্দযোদ্ধার জীবনাবসান হয়। এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, “মুক্তিযুদ্ধের দ্বিতীয় ফ্রন্ট হিসেবে পরিচিত স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের যে ১০ জন প্রতিষ্ঠাতা ছিলেন, তাদের অন্যতম ছিলেন রাশিদুল হাসান। যে দশ সাহসী সৈনিকের উদ্যোগে স্বাধীন বাংলা বেতারের সূচনা হয়, তাদের বাকিরা হলেন- সৈয়দ আবদুস শাকের, বেলাল মোহাম্মদ, আমিনুর রহমান, শারফুজ্জামান, মুস্তফা আনোয়ার, আবদুল্লাহ আল ফারুক, রেজাউল করীম চৌধুরী, আবুল কাশেম সন্দীপ ও কাজী হাবীব উদ্দিন। বিবৃতিতে শেখ হাসিনা বলেন, “এই অকুতোভয় মুক্তিযোদ্ধার অবদান আজীবন দেশ ও দেশের জনগণ শ্রদ্ধার সাথে স্মরণ করবে।” প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, সরকারপ্রধানের নির্দেশে রাশিদুল হোসেনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।
×