ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বসছে বিশেষ ডিজিটাল বোর্ড

প্রকাশিত: ০০:০৯, ২২ ডিসেম্বর ২০১৫

রাজধানীতে বসছে বিশেষ ডিজিটাল বোর্ড

অর্থনৈতিক রিপোর্টার ॥ শহর গুলোতে বসানো হচ্ছে বিশেষ ডিজিটাল বোর্ড। সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচারে এ উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে শহরের চেহারা পরিবর্তন করা সম্ভব হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রিী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন এটিকে সোকেস বাংলাদেশ বলে অভিহিত করা যায়। এটি ব্যতিক্রমী একটি উদ্যোগ হবে। এ জন্য ব্যয় হবে ১৪ কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টি অবহিত করা হলে তিনি বলেন, শহরের যেসব স্থানে জনসমাগম বেশি সেগুলোতে প্রথম পর্যায়ে এই বোর্ড স্থাপন করা হোক। পরিকল্পনা মন্ত্রী জানান, সরকারের উন্নয়ন প্রকল্প প্রচারের পাশা পাশি বেসরকারি কোম্পানীগুলোর বিজ্ঞাপন ও প্রচার করা হবে। যাতে সেই টাকা দিয়ে এগুলোর পরিচালনা ব্যয় মেটানো যায়। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক এর ব্রিফিংএ পরিকল্পনা মন্ত্রী এসব কথা জানান। পাইলট ভিত্তিতে রাজধানীর বঙ্গ বন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, সংসদ ভবন, কমলাপুর রেল ষ্টেশন, সোহরাওর্য়াদী উদ্যান, এয়ার পোর্ট এবং সদর ঘাটে বসানো হবে ইলেক্টট্রনিক্স এই বিলবোর্ড।
×