ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জ ও কটিয়াদীতে মেয়র ও কাউন্সিলর প্রার্থী-সমর্থককে অর্থদন্ড

প্রকাশিত: ২৩:৪০, ২২ ডিসেম্বর ২০১৫

কিশোরগঞ্জ ও কটিয়াদীতে মেয়র ও কাউন্সিলর প্রার্থী-সমর্থককে অর্থদন্ড

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ জেলার কটিয়াদী পৌরসভায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর এক সমর্থককে পাঁচ হাজার টাকা এবং ৩নং ওয়ার্ডের এক কাউন্সিলর প্রার্থীর সমর্থককে দুই হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে পৌর এলাকায় নৌকা প্রতীকের পক্ষে সমর্থক মনির মিয়াকে (৩০) ও কাউন্সিলর প্রার্থী বিপ্লব সাহা বিপদ’র পক্ষে তন্ময় বণিককে (২২) মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) গোলাম জাকারিয়া উপরোক্ত অর্থদন্ড প্রদান করেন। অপরদিকে একই সময় কিশোরগঞ্জ সদর পৌরসভায় বিএনপি দলীয় মেয়র প্রার্থী মাজহারুল ইসলাম ও ৪নং নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সুলতান মিয়াকে ১০ হাজার টাকা করে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোঃ সাঈদ আচরণবিধি লঙ্ঘন করে বিএনপি মেয়র প্রার্থী মিছিল ও কাউন্সিলর প্রার্থী একাধিক নির্বাচনী ক্যাম্প করায় তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
×