ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হোমনায় আ’লীগ ও যুবলীগের দু’গ্রুপের সংর্ঘষ ॥ আহত ১৫

প্রকাশিত: ২২:৫৫, ২২ ডিসেম্বর ২০১৫

হোমনায় আ’লীগ ও যুবলীগের দু’গ্রুপের সংর্ঘষ ॥ আহত ১৫

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি ॥ কুমিল্লার হোমনায় যুবলীগের বর্ধিত সভায় আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় দাওয়া পাল্টা ধাওয়া সংর্ঘষের ঘটনায় অন্তত ১৫জন আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটে গতকাল সোমবার সন্ধ্যায় হোমনা পৌর আ’লীগে কার্যালয়ে। জানা যায়, উপজেলা পৌর আ’লীগের কার্যালয়ে কেন্দ্রীয় নেতাকর্মীদের আগমন উপলক্ষে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসএম আলাল এর সভাপতিত্বে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহবায়ক বাহার উদ্দিন বাহারের বক্তব্যের পূর্বে যুগ্ম আহবায়ক সারওয়ার হোসেন বাবুকে বক্তব্য দিতে না দেয়ায়। সভাস্থল ত্যাগ করে নেতাকর্মীদের নিয়ে পুনারায় কেন্দ্রীয় নেতাকর্মীদের উপর হামলা চালায়। এতে কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহবায়ক বাহার উদ্দিন বাহার, উপজেলা যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন সরকার, কাউছার আহমেদ, মনিরুজ্জামান টিপু,সজল মিয়াসহ কমপক্ষে ১৫জন আহত হয়। তবে সংঘর্ষের ঘটনায় এখনো পযর্ন্ত কেউ অভিযোগ করেনি । অভিযোগ করলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে ।
×