ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধে সমাবেশ

প্রকাশিত: ২২:৪৪, ২২ ডিসেম্বর ২০১৫

মুন্সীগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধে সমাবেশ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়া উপজেলা পরিষদ মাঠে মঙ্গলবার বাল্য বিবাহ প্রতিরোধে বিরাট সমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি। উপজেলা প্রশাসন আয়োজিত সমাবেশটিতে ইউএনও মাহবুবা বিলকিসের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা, ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নায়ার সুলতানা, সাবেক ভাইস চেয়ারম্যান মো. মাহবুবুল হক মজনু, মহিলা রোগ বিশেষঞ্জ ডা. বনলতা সেন, ইউপি চেয়ারম্যান শাহজাহান খান, মো. সফিউল্লাহ, গিয়াস উদ্দিন আহম্মেদ ও এসআই ইয়াসিন মুন্সী প্রমুখ। পরে প্রধান অতিথি বাল্য বিবাহমুক্ত উপজেলা বাস্তবায়নে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান। ফজিলাতুন নেসা ইন্দিরা সরকারে সফলতা তুলে ধরে বলেছেন, সুশিক্ষিত ও আদর্শ জাতি গঠনের বিকল্প নেই। তাই পরিবার থেকে শুরু করে প্রতিটি ধাপে অনন্যসাধারণ অবদান রাখতে হবে। ঝাপিয়ে পড়তে হবে বাল্যবিবহাসহ সমাজবিরোধী প্রতিটি কাজ বর্জন করে কল্যাণকর কাজকে এগিয়ে নিতে হবে। তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।
×