ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অষ্টম বেতন স্কেল বাতিলের দাবিতে বাংলাদেশ ব্যাংকে প্রতিবাদ

প্রকাশিত: ২২:৪১, ২২ ডিসেম্বর ২০১৫

অষ্টম বেতন স্কেল বাতিলের দাবিতে বাংলাদেশ ব্যাংকে প্রতিবাদ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বৈষম্যের অভিযোগ এনে অষ্টম বেতন স্কেল বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার ওয়েলফেয়ার কাউন্সিল। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশর আয়োজন করে এ সংগঠনটি। সমাবেশ সংগঠনের সভাপতি মো. ছিদ্দিকুর রহমান মোল্লা জানান, অষ্টম জাতীয় স্কেলে কেন্দ্রীয় ব্যাংক ও এর কর্মকর্তাদের গ্রেড অবনমন করা হয়েছে। এই বৈষম্যের প্রতিবাদে কেন্দ্রীয় ব্যাংকের সকল কর্মকর্তা আজ প্রতিবাদ জানাতে এসেছে। আন্দোলনে গভর্নরের সমর্থন আছে জানিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী দ্য রিপোর্টকে বলেন, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে বাংলাদেশ ব্যাংককে বেতন ও ভাতাদি আদেশ সংক্রান্ত গেজেট আলাদাভাবে দেখাতে হবে। নির্বাহী পরিচালক পদটি প্রথম গ্রেডে উন্নীতকরণ করতে হবে। এ ছাড়া সহকারী পরিচালক প্রবেশ পদ জাতীয় স্কেলে অষ্টম গ্রেডে নির্ধারণ করতে হবে। বেতন কাঠামোর বৈষম্যের প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ ছাড়া আগামী রবিবার কালো ব্যাজ ধারণ করা হবে।
×