ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লালমনিরহাটে কমলার বাগান করে সাফল্য পেয়েছে শিক্ষক দম্পতি

প্রকাশিত: ২১:৫৫, ২২ ডিসেম্বর ২০১৫

লালমনিরহাটে কমলার বাগান করে সাফল্য পেয়েছে  শিক্ষক দম্পতি

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ লালমনিরহাটের দূর্গম নির্ভূত গ্রামের শিক্ষক দম্প্রতি মিষ্টি সু স্বাদু কমলা চাষে সাফল্য পেয়েছে। বাগানে থোকায় থোকায় ধরেছে কমলা। স্বাদে অতুলনীয় মিষ্টি । আকারেও বেশ বড়বড়। বাগান ভিত্তিক বানিজ্যিক এই কমলা চাষের সাফল্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। পাহাড়ি অঞ্চল, নড়িপাথর ও চুন সমৃদ্ধ বালু মাটি ছাড়া মিষ্টি সুস্বাদের কমলা চাষ সম্ভব নয়। এই ধারনা ভূল প্রমান করেছে। সমতলে বানিজ্যিক ভিত্তিতে কমলা চাষের সম্ভাবনা উঁকি মারছে। লালমনিরহাট জেলা কৃষি অফিসার সাফায়াত হোসেন জানান, হাতীবান্ধার প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান ও তার স্ত্রী কমলা বাগান করে কমলা চাষের সম্ভবাবনা জাগিয়েছে। শতশত বছর ধরে মানুষের ও কৃষিবিদদের ধারনা ছিল শীতার্থ আবহাওয়া, পাহাড়ি অঞ্চল, বালু, নুড়িপাথর ও চুনা মাটির সমৃদ্ধ অঞ্চল ছাড়া মিষ্টি সুস্বাদু কমলা চাষ সম্ভব নয়। সেই ধারনা পাল্টে দিয়েছে। বাংলাদেশ দিনে দিনে কৃষি, নতুন নতুন ফলমুল ও বিদেশী জাতের নানা ফল চাষের সম্ভাবনার দেশ হয়ে উঠেছে।
×