ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বি এস এফের বিমান ভেঙ্গে পড়েছে ॥ নিহত ১০

প্রকাশিত: ১৯:৫৭, ২২ ডিসেম্বর ২০১৫

বি এস এফের বিমান ভেঙ্গে পড়েছে ॥ নিহত ১০

অনলাইন ডেস্ক॥ দিল্লির কাছে দ্বারকার সেক্টর আটে বরদৌলা গ্রামে ভেঙে পড়ল বিএসএফ-এর চাটার্ড বিমান। মঙ্গলবার সকালের এই দুর্ঘটনায় মৃত্যু হয় বিমানের দশ সওয়ারিরই। বিএসএফ সূত্রে খবর, বিমানটি রাঁচি যাচ্ছিল। বিমানে ছিলেন ১০ জন। বিমানের মধ্যে বিএসএফ-এর ই়ঞ্জিনিয়ারেরা ছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণে নেমে আসছিল বিমানটি। সকাল ৯টা ৪০ মিনিট (বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিট) নাগাদ কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রাঁচিগামী বিমানটির। তার পরই দেওয়ালে গোঁত্তা খেয়ে ভেঙে পড়ে সেটি। বিমানটিকে ঘুরতে ঘুরতে নীচে নামতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। তাঁরা জানিয়েছেন, তার পরই দেওয়ালে ধাক্কা মারে বিমানটি। আগুন ধরে যায় বিমানটিতে। ঘটনাস্থলে পৌঁছছে দমকলের ১৫টি ইঞ্জিন। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×