ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে হেলমান্দে অগ্রসর হচ্ছে তালেবান

প্রকাশিত: ১৮:৩২, ২২ ডিসেম্বর ২০১৫

আফগানিস্তানে হেলমান্দে অগ্রসর হচ্ছে তালেবান

অনলাইন ডেস্ক ॥ আফগানিস্তানে এক আত্মঘাতী বোমা হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছে। দেশটির বাগরাম এলাকায় একটি নেটো-আফগান যৌথ সেনা টহলে ঐ হামলা হয়। এক মটর সাইকেল আরোহী ঐ আত্মঘাতী বোমা হামলা চালায়। তালিবান ঐ হামলার দায় স্বীকার করেছে। আফগানিস্তানের দক্ষিণের প্রদেশ হেলমান্দে ক্রমশই অগ্রসর হচ্ছে তালিবান বাহিনী। এ বছর বিভিন্ন হামলায় হেলমান্দ প্রদেশে আফগান নিরাপত্তা বাহিনীর কয়েকশো সদস্য মারা গেছেন। অন্যদিকে সাংগিন ডিসট্রিক্টের বেশিরভাগ এলাকা দখল করে নিয়েছে তালিবান। সেখানে কয়েকশো আফগান সেনা আটকে পড়েছে। একজন আফগান কমান্ডার দাউদ জানিয়েছেন, সেখানে পরিস্থিতি খুবই গুরুতর। গত কয়েকদিন ধরে বাজারঘাট বন্ধ। সেখানে পুলিশের কার্যালয়ে বেশ কয়েকদিন ধরে তারা আটকে পড়েছেন। খানে অনেক আহত সেনা ও কয়েকজনের মরদেহও রয়েছে বলে তিনি জানান। সূত্র: বিবিসি বাংলা
×