ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভোলায় ৩৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

প্রকাশিত: ১৮:২৪, ২২ ডিসেম্বর ২০১৫

ভোলায় ৩৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

অনলাইন রির্পোটার ॥ ভোলার তিনটি পৌরসভা নির্বাচনে ৩৬ ভোটকেন্দ্রের মধ্যে ৩৩টিকে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে জেলা পুলিশের বিশেষ গোয়েন্দা শাখা। জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান জানান, ভোলা সদর পৌরসভায় ভোটকেন্দ্র রয়েছে ১৮টি। এর সবগুলোকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। দৌলতখান পৌরসভার ৯টি কেন্দ্রের মধ্যে ৬টিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বোরহানউদ্দিন পৌরসভায় ৯টি ভোটকেন্দ্রের ৯টিকে অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে ভোলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে অধিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়াও ভোটাররা যাতে তাদের ভোট দিতে পারেন, সে লক্ষ্যে ওই কেন্দ্রগুলোতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত কর হবে।
×