ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চরম বিব্রত কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বরিশালে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বিএনপি প্রার্থীর বৈঠক

প্রকাশিত: ০৫:৩৩, ২২ ডিসেম্বর ২০১৫

বরিশালে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বিএনপি প্রার্থীর বৈঠক

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার ছয়টি পৌর নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর পক্ষে যখন প্রকাশ্যে বিরামহীন গণসংযোগ শুরু করেছেন বিএনপির কেন্দ্রীয় টিমের নেতৃবৃন্দরা, ঠিক তখনই এক মেয়র প্রার্থীর গোপন বৈঠকের তথ্য ফাঁস হয়ে গেছে। ফলে চরম বিব্রতকর অবস্থায় পড়েছেন কেন্দ্রীয় টিমের নেতৃবৃন্দ। ঘটনাটি মুলাদী পৌরসভার। নাম প্রকাশ না করার শর্তে ওই পৌরসভার একাধিক দায়িত্বশীল বিএনপি নেতা জানান, পৌরসভার মেয়র পদের মনোনীত প্রার্থী আসাদ মাহমুদের পক্ষে গত দু’দিন ধরে ব্যাপক গণসংযোগ করেছেন পৌর নির্বাচন নিয়ে গঠিত বিভাগীয় মনিটরিং সেলের আহ্বায়ক কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান বেগম সেলিমা রহমানসহ অন্য নেতৃবৃন্দ। নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা উল্টো ঘটনা ঘটিয়েছেন মেয়র প্রার্থী ও সংস্কারপন্থী নেতা আসাদ মাহমুদ। সূত্র মতে, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য তিনি (আসাদ মাহমুদ) ক্ষমতাসীন দলের মনোনীত মেয়র প্রার্থীর সঙ্গে তার বাসভবনে শনিবার দিবাগত গভীর রাতে গোপন বৈঠক করেছেন। বিষয়টি সর্বত্র ছড়িয়ে পড়ায় সাধারণ নেতাকর্মী থেকে শুরু করে কেন্দ্রীয় টিমের নেতৃবৃন্দ চরম বিব্রতকর অবস্থায় পড়েছেন। অপরদিকে, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান গৌরনদী পৌরসভার মেয়র প্রার্থী শফিকুর রহমান শরীফ স্বপনের সমর্থনে পঞ্চম দিনের ন্যায় সোমবারও গণসংযোগ অব্যাহত রেখেছেন। বাকেরগঞ্জ পৌরসভার বিএনপি দলীয় মেয়র প্রার্থী মতিউর রহমান মোল্লার ধানের শীষের সমর্থনে সোমবার ব্যাপক গণসংযোগ করেছেন সাবেক সাংসদ ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম-সম্পাদক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ আবুল হোসেন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
×