ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গুদাম নির্মাণের জন্য টিসিবিকে অর্থ ছাড়ের সুপারিশ

প্রকাশিত: ০৫:২৭, ২২ ডিসেম্বর ২০১৫

গুদাম নির্মাণের জন্য টিসিবিকে অর্থ ছাড়ের সুপারিশ

সংসদ রিপোর্টার ॥ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গুদামজাত ক্ষমতা বৃদ্ধির জন্য নিজস্ব জমিতে গুদাম ও কোল্ড স্টোরেজ নির্মাণে জরুরী ভিত্তিতে অর্থ ছাড়ের সুপারিশ করেছে জাতীয় সংসদের সরকারী প্রতিষ্ঠান কমিটি। এ লক্ষ্যে প্রতিষ্ঠানের প্রায় ২৫ কোটি টাকার প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে অনুমোদনের সুপারিশ করেছে কমিটি। সোমবার জাতীয় সংসদে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক, মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, হাবিবর রহমান, আব্দুর রউফ এবং এ্যাডভোকেট নাভানা আক্তার। এ ছাড়া বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, টিসিবির চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে টিসিবির সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটিকে জানানো হয়, টিসিবির সর্বমোট ৬৬২টি অডিট আপত্তি দেয়া হয়েছে। এর মধ্যে ১৭২টি অডিট আপত্তি নিষ্পত্তি করা হয়েছে। অবশিষ্ট অনিষ্পন্ন অডিট আপত্তিগুলো দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় বৈঠক করে নিষ্পত্তি করার প্রক্রিয়া অব্যাহত আছে। টিসিবি আরও জানায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে এবং অসাধু চক্র যাতে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে পণ্যের দাম না বাড়াতে পারে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। তিন হাজার ডিলার নিয়োগ করে পণ্যের দাম স্থিতিশীল রাখা হচ্ছে। এভাবে জনগণকে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ অব্যাহত রাখার লক্ষ্যে টিসিবিকে মন্ত্রণালয় থেকে ভর্তুকি দেয়ার সুপারিশ জানায় কমিটি। বিজিবির খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা স্টাফ রিপোর্টার ॥ বিজিবির খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে বিজিবি । মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। বিজিবি দিবস-২০১৫ উপলক্ষে মঙ্গলবার বিজিবির খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা দেন বিজিবি কর্তৃপক্ষ। দুপুরেপিলখানা বিজিবি সদর দফতরের বীরউত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বিজিবির খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের এমন সম্মাননা দেয়া হয়। বিজিবির ২ জন বীরশ্রেষ্ঠ, ৮ জন বীর উত্তম, ৩২ জন বীর বিক্রম এবং ঢাকা অঞ্চলে বসবাসকারী ১৫ জন বীর প্রতীক পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান পরিচালিত হয়।
×