ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হপম্যান কাপ থেকে সরে দাঁড়ালেন সাফারোভা

প্রকাশিত: ০৫:১৫, ২২ ডিসেম্বর ২০১৫

হপম্যান কাপ থেকে সরে দাঁড়ালেন সাফারোভা

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন বছরের প্রথম টুর্নামেন্ট হপম্যান কাপ। আর মৌসুমের প্রথম টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়ালেন চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভা। মূলত চোটের কারণেই এই এভেন্ট থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন তিনি। রবিবার নিজের ফেসবুক পেজেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কথা জানান ২৮ বছর বয়সী এই চেক তারকা। এ বিষয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালিস্ট সাফারোভা বলেন, ‘ভাইরাসজনিত জটিল সংক্রমণের কারণে এখন পর্যন্ত আমি পুরোপুরি ফিট হতে পারিনি। তাই আমি হপম্যান কাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ তবে লুসি সাফারোভার জায়গায় র‌্যাঙ্কিংয়ের ১১তম স্থানে থাকা ক্যারোলিনা পিসকোভা খেলতে পারেন চেকপ্রজাতন্ত্রের হয়ে। তবে পার্থের হপম্যান কাপ দিয়েই নতুন মৌসুম শুরু করবেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নাম্বার তারকা সেরেনা উইলিয়ামস ও ব্রিটিশ তারকা এ্যান্ডি মারে। মিশ্র দ্বৈরথের জনপ্রিয় আন্তর্জাতিক এই টুর্নামেন্টের আয়োজকদের পক্ষ থেকে তা আরও আগেই নিশ্চিত করা হয়েছে। ব্যস্ত সূচীর কারণে ক্লান্ত হয়ে ওঠা সেরেনা একটু আগে ভাগেই ২০১৫ মৌসুম শেষের ঘোষণা দেন। বিশ্রামের কারণে তিনি চায়না ওপেন ও বছর শেষের ডব্লিউটিএ ফাইনাল থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। কিন্তু দুই মাসের বিশ্রাম শেষে আগামী বছরের ৩-৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য হপম্যান কাপে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। সেজন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা সেরেনা। এই বছরের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতির অংশ হিসেবেই সকলে এই টুর্নামেন্টে অংশ নিয়ে থাকে, সেরেনাও তার ব্যতিক্রম নন। গত আসরে তিনি স্বদেশী জন ইসনারকে সঙ্গে নিয়ে মিশ্র দ্বৈরথে অংশ নিয়েছিলেন। কিন্তু ফাইনালে পোলিশ জুটির কাছে পরাজিত হন। এবার তিনি ডাবলস বিশেষজ্ঞ জ্যাক সককে সঙ্গে নিয়ে টুর্নামেন্টে অংশ নেবেন। এছাড়া ব্রিটিশ টেনিস তারকা মারে ইংল্যান্ডের ডাবলস র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা হিথার ওয়াটসনকে সঙ্গী করে টুর্নামেন্টে অংশ নেবেন। স্বাগতিক অস্ট্রেলিয়ান তারকা লেটন হিউয়েট লড়বেন ক্যাসি ডেলাকুয়াকে সঙ্গে নিয়ে। এছাড়া ফ্রান্সের পক্ষে গায়েল মনফ্লিস-ক্যারোলিন গার্সিয়া কোর্টে নামবেন।
×