ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক

প্রকাশিত: ০৩:৫৯, ২২ ডিসেম্বর ২০১৫

স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক

কাজী এ এস এম আনিসুল কবির ২১ ডিসেম্বর ২০১৫ তারিখ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি প্রাইম ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। জনাব কবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জিওলজিতে এমএসসি ডিগ্রী অর্জন করেন এবং ২০০৫ সালে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে কমনওয়েলথ্ এক্সিকিউটিভ এমবিএ ডিগ্রী লাভ করেন। ১৯৮৬ সালে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে শিক্ষানবিস কর্মকর্তা পদে ব্যাংকিং পেশা শুরু করেন। -বিজ্ঞপ্তি ৮০ ভাগ অর্থ পাচার হয় আমদানি-রফতানির মাধ্যমে পাচার হওয়া অর্থের ৮০ ভাগই হচ্ছে আমদানি-রফতানির সময় পণ্যমূল্য কম বা বেশি দেখিয়ে। বিভিন্ন গবেষণা সংস্থার প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। এর বাইরে চোরাচালানের মাধ্যমেও পাচার হচ্ছে অর্থ। তবে পাচার ঠেকাতে শুল্ক গোয়েন্দা বিভাগকে সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এলসি খোলার পরিমাণ বেড়ে যায় ২০১৪ সালের মার্চ মাসে। মূলধনী যন্ত্রপাতি আমদানির পরিমাণ বেড়ে দাঁড়ায় ৭৩ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫ গুণ বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা গেছে, সে মাসে ফ্রান্স থেকে শুধু ক্রেন আমদানি হয়েছে ৪৩ কোটি ডলারের। বিমান তৈরির এ উপকরণ আমদানিতে শুল্ক গুনতে হয় মাত্র দুই শতাংশ। বন্ড সুবিধার অপব্যবহার করে পণ্য আমদানির অভিযোগ আছে বিভিন্ন সময়ে। এক দশকে দেশ থেকে সাড়ে চার লাখ কোটি টাকা পাচার হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার ২২ জানুয়ারি বারভিডার কার এক্সপো ওয়ানস্টপ সার্ভিসের ঘোষণা দিয়ে আগামী ২২ জানুয়ারি শুরু হচ্ছে বারভিডা কার এক্সপো-২০১৬। এক্সপোতে জাপানী রিকন্ডিশন্ড গাড়ি প্রদর্শনী করা হবে। ক্রেতারা পাবেন ওয়ানস্টপ সার্ভিস। অর্থাৎ প্রদর্শনী থেকে যিনি গাড়ি কিনবেন তাকে স্বল্প সুদের ব্যাংক ঋণ থেকে শুরু করে রেজিস্ট্রেশন, টিআইএন এবং ইন্স্যুরেন্স সুবিধা প্রদান করা হবে। তিন দিনব্যাপী গাড়ির প্রদর্শনী শুরু হবে নতুন বছরের ২২ জানুয়ারি। প্রদর্শনী চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। এজন্য এখন থেকেই প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স এ্যান্ড ডিলার্স এ্যাসোসিয়েশন-বারভিডা। এতে ৬৫টি গাড়ির স্টলের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান, এনবিআর, ব্যাংক, ইন্সুরেন্স কোম্পানি এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অংশ গ্রহণ করবে। সোমবার দুপুরে বিজয়নগরে বারভিডার নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের সভাপতি মোঃ আব্দুল হামিদ শরীফ। -অর্থনৈতিক রিপোর্টার
×