ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মার্কিন সুদের হার বৃদ্ধির ইতিবাচক প্রভাব এশিয়ার বাজারে

প্রকাশিত: ০১:১৪, ২১ ডিসেম্বর ২০১৫

মার্কিন সুদের হার বৃদ্ধির ইতিবাচক প্রভাব এশিয়ার বাজারে

অর্থনৈতিক রিপোর্টার ॥ মার্কিন সুদের হার বৃদ্ধিতে কিছুটা ইতিবাচক প্রভাব পড়েছে এশিয়ার অধিকাংশ পুঁজিবাজারে। রয়টার্সের এক খবরে বলা হচ্ছে, সোমবার সপ্তাহের প্রথম কার্যদিবসে পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে চীনের বাজার। এদিন দেশটির সিএসআই৩০০ সূচক ২.৯ শতাংশ ও সাংহাই কম্পোজিট সূচক বেড়ে যায় ২ শতাংশ। অন্যদিকে হাওয়ায় চড়ে আরেক সূচক হংকংয়ের হ্যাংসেং সূচক। বিশেষজ্ঞরা বলছেন, বছরের শেষ প্রান্তে এসে আমরা এ রকম একটি ইতিবাচক বাজার আশা করেছিলাম। নীতি- নির্ধারকরা বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর জোর দিতে পারলে এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমাদের বিশ্বাস। গত শুক্রবার সপ্তাহের শেষ দিনে নেতিবাচক প্রবণতার মধ্য দিয়ে সময় পার করে মার্কিন পুঁজিবাজার। ওয়াল স্ট্রিটে এদিন ডো সূচক ৩৬৭.২৯ পয়েন্ট কমে যায়; নাসডাক সূচক হারায় ৭৯.৪৭ পয়েন্ট। এরপরই সপ্তাহের প্রথম দিনে এশিয়ার পুঁজিবাজারে এর ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু পুঁজিবাজারে চীনের উর্ধ্বগতি সেই শঙ্কাকে অনেকটাই মিলান করে দিয়েছে। সিএনবিসির এক সূচকে দেখা যায়, অস্ট্রেলিয়ার বেঞ্চমার্কে এদিন এএসএক্স ২০০ সূচকও সামান্য বেড়েছে। সূচক ০.০৫ শতাংশ বেড়ে ৫ হাজার ১০৯.০৫ পয়েন্টে লেনদেন শেষ করে। দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক বেড়েছে ০.৩০ শতাংশ। তবে এশিয়ার অধিকাংশ বাজার চাঙ্গা থাকলেও প্রযুক্তি খাতের কোম্পানি তোশিবার লোকসানের শঙ্কায় এদিন জাপানের বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। দেশটির পুঁজিবাজারে নিক্কেই সূচক ০.৩৭ শতাংশ কমে ১৮ হাজার ৯১৬.০২ পয়েন্টে বাজার শেষ হয়। বোম্বে স্টক এক্সচেঞ্জের তথ্য মতে, এদিন ভারতের পুঁজিবাজারে প্রধান সূচক সেনসেক্স উর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে বাজার শেষ করে। দিন শেষ সূচক ছিল ২৫ হাজার ৭৩৫ পয়েন্ট। যা গত শুক্রবারের তুলনায় .৮৫ শতাংশ বেশি। এদিকে পুঁজিবাজারে ব্যাংকের বাড়তি বিনিয়োগ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সুরাহামূলক পদক্ষেপে এদিন ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে দেশের বাজারে লেনদেন শুরু“ হয়। লেনদেনে শেষেও বাজারের ৩ সূচকই ছিল ঊর্ধ্বমুখী।
×