ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দিল্লিতে বাংলাদেশি ছাত্র নিখোঁজ

প্রকাশিত: ২৩:৫০, ২১ ডিসেম্বর ২০১৫

দিল্লিতে বাংলাদেশি ছাত্র নিখোঁজ

অনলাইন ডেস্ক ॥ ভারতের রাজধানী দিল্লির জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে (জেএনইউ) পড়ুয়া বাংলাদেশি এক ছাত্র প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। জেএনইউয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র অনিক আর্নল্ড ঢালী মঙ্গলবার দুপুর ১২টার দিকে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিরুদ্দেশ হন। এবিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি করা হলেও ছয় দিন আগে নিখোঁজ অনিকের কোনো সন্ধান দিতে পারেনি দিল্লি পুলিশ। তবে তদন্ত কর্মকর্তারা বলছে, মোবাইল ফোনের কল রেকর্ড ঘেটে দেখা যায় অনিক বিমানবন্দর থেকে জেএনইউ ক্যাম্পাসে ফেরার পর কাছাকাছি কোনো জায়গা থেকে নিখোঁজ হয়। ইন্দিরা গান্ধি বিমানবন্দর থানা পুলিশের এক কর্মকর্তা বলেন, “আমরা ঘটনার তদন্ত করছি।” অনিকের ঘনিষ্ঠ বন্ধু সুমিত স্যামোস বলেন, দিল্লি থেকে ফ্লাইটে করে তার ঢাকা যাওয়ার কথা ছিল। তার পরণে ছিল নীল জ্যাকেট, ধুসর প্যান্ট ও বাদামি জুতা। পিঠে ঝোলানো ছিল নীল ব্যাগ। তিনি বলেন, আমরা নয়া দিল্লির বাংলাদেশ হাই কমিশনকে বিষয়টি জানিয়েছি। তারা বিষয়টি দেখবে বলে আমাদের আশ্বস্ত করেছে। সুমিত, অনিকের আরেক বাংলাদেশি বন্ধু আশিক কবির ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক নিজেদের মতো করে তার সন্ধান চালিয়ে যাচ্ছেন। চট্টগ্রামের ছেলে অনিক পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের স্কুলে লেখাপড়া করেছেন। গত ছয়দিন ধরে অনিকের সন্ধানের বিষয়ে ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমেও প্রচার চলছে। অনিকের বোন মনিকা ঢালিও তার ভাইয়ের সন্ধান চেয়ে নিজের ফেইসবুক পেইজে লিখেছেন।
×