ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মতিঝিলে আগুন ॥ হুড়োহুড়িতে মৃত্যু ১

প্রকাশিত: ২৩:৪৯, ২১ ডিসেম্বর ২০১৫

মতিঝিলে আগুন ॥ হুড়োহুড়িতে মৃত্যু ১

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীর মতিঝিলে রাস্তার পাশে ঝুলন্ত তারে আগুন লাগার পর আতঙ্কিত হয়ে পাশের ভবন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মতিঝিল থানার এএসআই মামুন হোসেন জানান, সোমবার বেলা পৌনে ১২টার দিকে মতিঝিলের ১০ তলা হাজি ম্যানসনের সামনে এঘটনা ঘটে। নিহত শাহনেওয়াজ বিন তাবিদ (৬৫) পেশায় চিকিৎসক। তিনি মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সাবেক পরিচালক। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এনায়েত হোসেন বলেন, হাজি ম্যানসন ভবনের মাঝ বরাবর সামনের তারে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিভিয়ে ফেলে। তবে ওই ভবনের তৃতীয় ও চতুর্থ তলার কয়েকটি কক্ষে ধোঁয়া ঢোকায় লোকজন আতঙ্কে হুড়োহুড়ি করে নামার চেষ্টা করে। সে সময় অধ্যাপক শাহনেওয়াজ চার তলা থেকে নামতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুপুর সোয়া ১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এএসআই মামুন। নিহত শাহনেওয়াজের স্ত্রী সাবিনা সুলতানাও পেশায় চিকিৎসক। তাদের গ্রামের বাড়ি খুলনায়। ঢাকায় রমনার ইস্টার্ন ফ্লাওয়ারে থাকেন। তাদের এক ছেলে রয়েছে। গত বছর শাহনেওয়াজ অবসরে যাওয়ার পর মিরপুরের একটি শিশু হাসপাতালে যোগ দেন, বলে জানান নিহত শাহনেওয়াজের স্ত্রী সাবিনা।
×