ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কালীগঞ্জে ফের প্রবাসীর বাড়ীতে ডাকাতি

প্রকাশিত: ২৩:৪৬, ২১ ডিসেম্বর ২০১৫

কালীগঞ্জে ফের প্রবাসীর বাড়ীতে ডাকাতি

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর ॥ গাজীপুরের কালীগঞ্জে আবারো এক প্রবাসীর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ প্রায় কয়েক লক্ষ টাকার মালামাল লুট করে নিয়েছে বলে দাবি প্রবাসী পরিবারের। ঘটনার শিকার প্রবাসীর স্বজনরা ও এলাকাবাসি জানায়, কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের খাগড়াচর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোবারক হোসেনের বাড়িতে রবিবার দিবাগত রাত ২টার দিকে ১০/১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়। ডাকাতরা কলাপসিপল গেইটের তালা ভেঙ্গে বাড়ীর ভিতরে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে মোবারক হোসেনের স্ত্রী ও তিন সন্তানের হাত-পা বেঁধে ফেলে। পরে ডাকাতরা নগদ ৫০ হাজার টাকা, প্রায় ১২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন সেট ও বিদেশী কাপড়-চোপড়সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। গৃহকর্তা মোবারক হোসেন প্রায় এক যুগ ধরে মালয়েশিয়ায় কর্মরত আছেন। এ নিয়ে অল্প কিছুদিনের মধ্যে ওই এলাকায় কয়েক প্রবাসীর বাড়িসহ একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। ফলে এলাকাবাসি এখন ডাকাত আতঙ্কে রাত কাটাচ্ছে।
×