ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাখাইনদের ভূমি সমস্যা ও সংস্কৃতি রক্ষায় করণীয় শীর্ষক ডায়লগ অনুষ্ঠিত

প্রকাশিত: ২২:৩৫, ২১ ডিসেম্বর ২০১৫

রাখাইনদের ভূমি সমস্যা ও সংস্কৃতি রক্ষায় করণীয় শীর্ষক ডায়লগ অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ রাখাইনদের ভূমির সমস্যা, নিরাপত্তা ও সংস্কৃতি রক্ষায় করনীয় শীর্ষক ডায়লগ সোমবার বেলা ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের আইসিডিপি রাখাইন প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ ডায়লগে সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চলের পরিচালক ফ্রান্সিস বেপারী। ডায়লগে মূল সমস্যা উপস্থাপন করেন প্রকল্প ইনচার্জ রাখাইন মেইনথিন প্রমিলা। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন। অন্যান্যের মধ্যে কলাপাড়া থানার সহকারী কমিশনার (ভূমি) দীপক কুমার রায়, কলাপাড়া থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির, সাইয়েদ ফকির, মাহমুদুল হাসান সুজন, প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু , আইনজীবী মাহমুদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। প্রশাসন থেকে এবং উপস্থিত জনপ্রতিনিধিগণ আদিবাসী এ সম্প্রদায়ের এসব সমস্যা সমাধানে সকল ধরনের সহায়তার প্রত্যয় ব্যক্ত করেন।
×