ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হোমনায় বীর মুক্তিযোদ্ধা ও হাবিলদার আব্দুল বারীর ইন্তেকাল

প্রকাশিত: ২১:০১, ২১ ডিসেম্বর ২০১৫

হোমনায় বীর মুক্তিযোদ্ধা ও হাবিলদার আব্দুল বারীর ইন্তেকাল

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি ॥ কুমিল্লার হোমনার বীর মুক্তিযোদ্ধা ও হাবিলদার আব্দুল বারী সরকার (৭৫) বার্ধক্যজনিত কারণে গত রবিবার সকাল ৯টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহী...........রাজিউন)। তিনি ্উপজেলার মহিষমারী গ্রামের মৃত চান মিয়া সরকারের পুত্র। রাত ৮ টায় গ্রামের পশ্চিমপাড়া ঈদগাহ ময়দানে রাষ্ট্্রীয় মর্যাদায় গার্ড অব অনার দিয়ে দেয়া হয় এবং জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমের মরদেহে প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিল, থানা প্রশাসনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফয়সল, উপজেলা আ’লীগের পক্ষ থেকে আ’লীগ সেক্রেটারী একেএম ছিদ্দিকুর রহমান আবুল, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারফ হোসেন, ডেপুটি কমান্ডার আবুল কাশেম প্রধানসহ সর্বদলীয় ও সুশিল সমাজের নেতা কর্মী এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে বিশিষ্ট এই ব্যক্তিকে শেষ শ্রদ্ধা জানান। তার জানাজা নামাযে হাজারো মানুষের ঢল নেমে আসে। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি মৃত্যুকালে স্ত্রী ও ৩পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে হোমনা, তিতাস ও মেঘনার সুশীল সমাজ, মুক্তিযোদ্ধা সংগঠন, সাংবাদিকবৃন্দ, এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। বিশিষ্ট এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে স্থানীয় এমপি ও ধর্ম মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় কমিটির সদস্য মোঃ আমির হোসেন ভূইয়া, হোমনা উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ, সেক্রেটারী একেএম ছিদ্দিকুর রহমান আবুল, তিতাস উপজেলা আ’লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী, সদস্য সচিব মোঃ মহসিন ভূইয়া, হোমনা উপজেলা বিএনপি সভাপতি মোঃ মাহফুজুল ইসলাম মাষ্টার, দৈনিক কিষানের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মফিজুর রহমান লিলু তার মৃতুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
×