ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুর্গাপুরে হবে হাড্ডাহাড্ডি লড়াই

প্রকাশিত: ২০:৪৬, ২১ ডিসেম্বর ২০১৫

দুর্গাপুরে হবে হাড্ডাহাড্ডি লড়াই

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর(নেত্রকোনা)॥ নেত্রকোনার ৫ টি পৌরসভার মধ্যে দুর্গাপুর হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য ঘেষা গারো পাহাড়ের পাদদেশের ব্যাতিক্রমী একটি পৌরসভা। সীমান্তবর্তী এ পৌরসভায় রয়েছে সকল সম্প্রদায়ের জনগনের একত্রে বসবাস। ১৯৯০ সালে ৯টি ওয়ার্ড নিয়ে প্রতিষ্ঠিত হয় পৌরসভাটি। দুর্গাপুর পৌর নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে জমজমাট নির্বাচনী প্রাচরণা চলছে। প্রার্থীদের পোষ্টারে ছেয়ে গেছে পাড়া মহল্লার অলি-গলি। দেশের দুটি বৃহত্তম রাজনৈতিক দল আ’লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীরা দলীয় পরিচয়ে দলীয় প্রতীক নৌকা, ধানের শীষ নিয়ে ভোট যুদ্ধে নামায় শুধু পৌর এলাকা নয় সমগ্র উপজেলার হাট বাজার নির্বাচন কেন্দ্রীক আলোচনায় সরগরম হয়ে ওঠেছে। এখানে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হলেন আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন ও আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী হলেন আলহাজ্ব মোঃ আব্দুস ছালাম। আ’লীগ ও বিএনপির কর্মী সমর্থকরা দলের মনোনীত মেয়র-কাউন্সিলর প্রার্থীদের বিজয়ী করতে সর্বাত্বক চেষ্টা চালাচ্ছেন। ফলে মেয়র পদে দু’প্রার্থীর মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াইয়ের সম্ভাবনা বেশী বলে রাজনৈতিক বিশ্লেষকরা অভিমত ব্যক্ত করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মঞ্জুরুল হক জানান এ পৌর এলাকায় ভোটার এলাকার সংখ্যা ১৮টি, ভোট কেন্দ্র ০৯টি ,ভোট কক্ষের সংখ্যা ৫৬টি । ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর বুধবার সকাল ৮ টা বিকাল ৪ টা পর্যন্ত।
×