ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাংসদ নাট্যোৎসবের সমাপনী সন্ধ্যায় মঞ্চায়ন হবে কোর্ট মার্শাল

প্রকাশিত: ২০:৪২, ২১ ডিসেম্বর ২০১৫

সাংসদ নাট্যোৎসবের সমাপনী সন্ধ্যায় মঞ্চায়ন হবে কোর্ট মার্শাল

স্টাফ রিপোর্টার ॥ সাভারের ডা: এনাম মেডিক্যাল কলেজ মিলনায়তনে সাংসদ নাট্যৎসবের সমাপনী দিন বুধবার। এদিন সন্ধ্য সাড়ে ৬ টায় মঞ্চায়ন হবে থিয়েটার আর্ট ইউনিটের প্রথম প্রযোজনায় নাটক ‘কোর্ট মার্শাল’। নাটকটির মূল লেখক স্বদেশ দীপক, রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন এসএম সোলায়মান। দলসূত্রে জানাযায়, নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মোহাম্মদ বারী, সেলিম মাহবুব, চন্দন রেজা, প্রশান্ত হালদার, সাইফ সুমন, আশরাফ কবির, রিয়াজ হোসেন, স্বাধীন শাহ, লেমন, ফৌজিয়া করিম প্রমুখ। ১৯৯২ সালে নাটকটির প্রথম প্রদর্শনী হয়। ২০০১ সালে এস এম সোলায়মানের মৃত্যুর পর নাটকটির মঞ্চায়ন সমন্বয়কের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ বারী। প্রসঙ্গত, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের পরিকল্পনা ও আয়োজনে দেশের বিশিষ্ট চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিত্ব ঢাকা-১৯ এর সংসদ সদস্য ডাঃ মোঃ এনামুর রহমানের উদ্যোগে সাংসদ নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে।
×