ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দক্ষিণ কোরিয়ার ঋণমান বাড়াল মুডি’স

প্রকাশিত: ০৪:১১, ২১ ডিসেম্বর ২০১৫

দক্ষিণ কোরিয়ার ঋণমান বাড়াল মুডি’স

দক্ষিণ কোরিয়ার ঋণমান একধাপ বাড়িয়ে এএ২ থেকে এএ৩ করেছে মুডি’স ইনভেস্টর সার্ভিস। ঋণ পরিশোধে দৃঢ় ও স্থিতিশীল অবস্থান এবং আর্থিক বিষয়ে দূরদর্শী অবস্থানের সুবাদেই সিউলের ঋণমান বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি ঋণমানের পূর্বাভাস ইতিবাচক থেকে স্থিতিশীল করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার অর্থ মন্ত্রণালয় মুডি’সের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বলেছে, সংস্থাটির দেয়া ঋণমান চীনের চেয়ে একধাপ উপরে এবং জাপানের তুলনায় দু’ধাপ বেশি। এই প্রথমবারের মতো শীর্ষস্থানীয় কোন ঋণমান নির্ধারক সংস্থা থেকে তৃতীয় সর্বোচ্চ রেটিং পেল দক্ষিণ কোরিয়া। প্রথম সারির অন্য দুই সংস্থা স্ট্যান্ডার্ড এ্যান্ড পুওর’স (এসএ্যান্ডপি) ও ফিচ দেশটির ঋণমানে এএ মাইনাস রেটিং দিয়েছে। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×