ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দলীয় প্রার্থীর বিপক্ষে প্রচার

প্রকাশিত: ০৪:০০, ২১ ডিসেম্বর ২০১৫

দলীয় প্রার্থীর বিপক্ষে প্রচার

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ২০ ডিসেম্বর ॥ বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান উপজেলা আ’লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন আ’লীগের মেয়র প্রার্থী মোঃ শাহজাহান মীরদাহ পিকুল। রিটার্নিং অফিসারের নিকট দেয়া অভিযোগপত্র হতে জানা যায়, এমএম মোশাররফ হোসেন মুশা মিয়ার ভাই মোজাফফর হোসেন বাবলু মিয়া বোয়ালমারী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র (আ’লীগ বিদ্রোহী) মেয়র প্রার্থী। মুশা মিয়া সরকারী গাড়ি, অফিস ও বাসা ব্যবহার করে তার ভাইয়ের পক্ষে ভোট চাচ্ছেন, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। অভিযোগে আরও উল্লেখ রয়েছে, মুশা মিয়া তার ভাইয়ের পক্ষে ভোট প্রার্থনা করতে গিয়ে ১৪ ডিসেম্বর এক সভায় ঘোষণা দেন- ক্ষতিগ্রস্ত কর্মীকে পাঁচ লাখ টাকা দেয়া হবে। একই সঙ্গে তিনি ভাইয়ের জন্য ভোট চাইতে গিয়ে বিভিন্ন উন্নয়ন ও নগদ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছেন, যা আচরণবিধি লঙ্ঘন। অপরদিকে একই দিনে মুশার ভাই সেলিম রেজা লিপন, স্বপন মিয়া, হাসানুজ্জামান মিয়া মুকুলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন যথাক্রমে মোঃ সাখাওয়াত মৃধা, মোঃ হারুন মোল্যা ও মোঃ মিনহাজুল আবেদিন। এ বিষয়ে রিটার্নিং অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) শরিফুল ইসলাম আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন।
×